নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

মেলা

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১

ছেলের নাকে নোলক, ললনার ঠোঁটে সিগারেট বিপরীত ধরনের তারুন্যের বাউল মেলা, ইউরোপ । আবার মানবতা কাকে বলে (যদি হৃদয় থেকে থাকে/তাদের নেতারা ছাড়া ) হাতে ধরে শেখাবে । লুইস ফ্রান্ক তার কার্যক্রমে আমি অবিভূত । প্রথমে তাকে দেখে ভেবে নিয়েছিলাম জিপসী হবে । প্রতিদিন রাত ১০:০০ টায় খাবার নিয়ে আসেন এলাকার সি ক্যাটগরি বিড়ালদের জন্য । বয়স সত্তুর ,বয়সের ভারে হাঁটেন নুয়ে নুয়ে । থাকেন ১৯ নাম্বার বাড়িতে, একই রোড়ের ১৭ নম্বার বাড়িতে আমি থাকি । প্রচন্ড ঠান্ডা তার উপর বৃষ্টি এমন তাপমাত্রায় ও তাকে দেখেছি একই কাজ করতে । গতকাল রাতে তাকে দেখে কথা হল, বন্নেয় নোয়েল দিলাম । তাকে বললাম আপনি অনেক ভালো মনের । সে প্রতি উত্তরে জানালো কেন তাকে এটা বললাম । আপনাকে আমি অনেকদিন ধরে অনুসরন করছি । আপনি যে কাজটি করে যাচ্ছেন তার সুবাদে আমি বলছি । শেষ আলাপচারিতায় একটি ছবি নিলাম তার , অনুমতি নিয়ে । আপনাদের মত মানুষরা পৃথিবীর নেতা হওয়া প্রয়োজন ছিল বর্তমান সময় প্রেক্ষাপটে । দৃষ্টির চোখ আমাকে মানবতার দ্বার প্রান্তে নিয়ে চলুক ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.