নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

এরাই জার্মান

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭


জার্মানীর মিউনিখের উদ্দেশ্যে ফিরতে হবে । সে সুবাদে সিনিয়র বন্ধু বাসের জন্য অপেক্ষমান প্যারিসের জনব্যস্ত কোচ স্টেশন পোর্ট দ্যু মায়ওতে । তথ্য বিভাগে জিজ্ঞেস করতেই কর্তৃপক্ষ জানালো বাস এসে গেছে চাইলে উঠে আসন পেতে বসে যেতে পারি । সামনের দিকে পা বাড়ালাম । খুঁজতে লাগলাম গন্তব্যের বাহন ।

সারি সারি সবুজ রঙের বাস দাড়ানো স্টেশনে । দেশের মত ঝাল মুড়ি, পানি, শশা, হকার নেই ।ইংরেজী শব্দে নান্দনিক মোড়কে আঁকা বাসগুলো । কিছুদূর যাবার পর সবুজ রঙের জ্যাকেট পরিধান করা ৭/৮ সংখ্যা বয়সের একটি ছেলে স্মার্টফোন নিয়ে দাড়ানো । বিড়বিড় করে কি যেন বলতে লাগল । কানে বাতাস লাগতেই ধারনা বলে দিল ডয়েছ বলছে | আমি জার্মান ভাষা একেবারেই জানি না বললে চলে । দু একটি শব্দও না ।

আমি bonjour[হ্যালো] বলে শুরু করে জানতে চাচ্ছিলাম চালক কোথায় । ফ্রেন্চ শুনে সে আমার দিকে তাকিয়ে রইল । কিছুই প্রতিউত্তর করতে পারছে না । কিছু একটা বলে সে বাসে উঠল । কিছুক্ষন পর সাদা রুপধারী মধ্যবয়সি সরল মানুষের আগমন হল । সাথে শিশুটিও ।

হ্যালো স্যার, হাউ মে আই হেল্প ইউ ? গোরা ভদ্রলোক আমাকে জিগেজ্ঞ করল । বললাম আমি আসলে মিউনিকের বাস খুঁজছিলাম । তুমি কি বলতে পার আমার বাসটি কোথায় । তখন সে ছোট ছেলেটিকে ডয়েছ ভাষায় কিছু একটা ইঙ্গিত করলেন, ছেলেটি হাতে থাকা স্মার্টফোনটি এগিয়ে দিল । ভদ্রলোক বলল ও আমার ছেলে আপনার টিকেট খানা দিন তো । আমার অনলাইনে টিকেট নেওয়া বার কোড স্কেন করলেই বেরিয়ে আসবে । ছোট ছেলেটি স্কেন করে টিকেট চেক করে ফেলল তড়িৎ গতিতে ।

ভদ্রলোককে বললাম তোমার ছেলেটি কি ভ্রমন করতে এসেছে । ছেলেটিকে হেসে বললাম ডো ইউ লাইক প্যারিস । উত্তর আসল তার বাবার কাছ থেকে । সে জানালো সাপ্তাহিক ছুটিতে স্কুল বন্ধ । সাথে করে নিয়ে এসেছি আর আমার পেশা কি পাশাপাশি সেটিও তাকে দেখানো গুরুত্বপূর্ণ ।

জানতে চাইলাম কেন এমন মনে হল ? সে বলল পড়াশুনার পাশাপাশি সে যাতে আত্ন নির্ভর হতে পারে আমি এখন থেকে তাকে তৈরী করছি । আর আমিও তার বয়সে আমার বাবাকে কাজে সাহায্য করতাম । আমার বাবা আমাকে যা শিখিয়েছেন আমি হুবহুব তাই শিখাচ্ছি

অবাক হলাম । ধন্যবাদ দিলাম এপ্রেশিয়ট করার জন্য বললাম আপনি অনেক স্মার্ট । সে বলল আমি নই, আমরাই জার্মানী ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৫

রাশেদ অনু বলেছেন: ট্রেইনড ফ্রম দা ভেরি বিগিনিং।
ভালো লাগলো অভিজ্ঞতাটি।

২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৬:০৮

সাগর সাখাওয়াত বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২

ঢাকাবাসী বলেছেন: ওরা খামোখাই দুনিয়াতে সেরা জাতি হিসেবে খ্যাত না। ওরা ব্যাংক লুঠ শিখেনা!

৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

বিজন রয় বলেছেন: আর আমরা?

২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১০

সাগর সাখাওয়াত বলেছেন: সবার সাথে আমার আপনার হাত থাকলে শুরু হতে পারে যে কোন সময়

৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫০

গেম চেঞ্জার বলেছেন: বাংলাদেশেও এটা চালু করা উচিত। এভাবেই গড়ে উঠুক আমাদের পরবর্তী প্রজন্ম।

২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১১

সাগর সাখাওয়াত বলেছেন: সহমত পোষন করিলাম । হোকনা শুরু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.