নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

বিবেকহীন লজ্জায় নত শীর ।

২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৬:২৫

থানার পাশে কানায়ও হাটে না , প্রচলিত আছে ।

এ কথার সত্যতা ধরে নিলাম কল্পনাবশত। ১৬ কোটি বা তার চেয়েও বেশী জনবহুল হলেও আইন ব্যাবস্থা মজবুত আছে বাংলাদেশের । বাস্তবতা কি বলে ।

গনতন্ত্র চর্চার সুবাদে ১৬ কোটি মানুষের ভোটে সরকার নির্বাচিত হয় । তখন রাষ্ট্র একটি পরিবার জনসংখ্যা হোক সে সর্বোচ্চ কর দাতা নতুবা শ্রমজীবী হকার । তার পরিবারের অন্যতম সদস্য । নিরাপত্তা বিধান করার জন্য আইন করা হয়েছে । সুবিচার না হলে সেটি বিধানের ভুল নয় যিনি ব্যাবহার করছেন তার ভুল । শ্লোগান যদি হয়,
"সমরে আমরা শান্তিতে আমরা
সর্বত্র আমরা দেশের তরে । [বুইঝেন কিন্তু ]
সেনাবাহিনী অধ্যূষিত ক্যান্টনম্যান্ট এরিয়াগুলোর মধ্যে কুমিল্লা বড় বা তার সারীতে আছেন । চারটি ভালো মানের স্কুল, কলেজ অবস্থিত সেখানে ।
এছাড়াও মহারানী ভিক্টোরিয়ার নামে নামকরন করে শহরে সবেচেয়ে পুরোনো কলেজ অবস্থিত । এ কলেজে আমি অধ্যয়ন করেছি । কলেজের জামতলা, সাইকেল স্ট্যান্ড, পানির টাঙ্ক, টেবিল টেনিস , ক্যারাম, রানীর দীঘির ঘাটে আড্ডায় মুখর হয়ে থাকত প্রাঙ্গন । কে কার নতুন পছন্দের মুখ নির্বাচন করবে । প্রনয় আবদার একে অপরের জন্য । চরিত্রগুলো যেন বইয়ের ভাষায় হৈমন্তী, শকুন্তলা, বিলাসী, সোহাগী :(

আমাদের সেই পছন্দের সোহাগী চরিত্রটিকে বইয়ের পাতা থেকে ছিড়ে ফেলে দেওয়া হয়েছে ।কলেজ মুগ্ধ করে তোলার আগেই ঝরে গেছে । পাশবিক নির্যাতন করে তাকে মেরে ফেলতে পারে যা সুস্থ মানসিকতার চিন্তার বাইরে । আমি মানুষ হিসেবে লজ্জিত ।লজ্জিত এজন্য আমাদের মাঝেও এমনও মানুষ আছেন । থুথু দিলাম, ঘৃনার সর্বোচ্চ মাত্রা প্রকাশ করলাম । সেনাবাহিনী অধ্যূষিত এলাকা বা তার আশেপাশের এরিয়াতে ধর্ষন করে মেরে ফেলে দেওয়া হয়েছে । অথচ এই বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে । থানার পাশে কানায় না হাঁটলেও ক্যান্টনম্যান্ট এরিয়াতে লাশ পাওয়া যাচ্ছে । বাহ্হ্হ্হ্ চমৎকার

জনগনের ট্যাক্স ,বৈদিশক মুদ্রা, পোশাকের টাকায় সরকার, আমলা,আইনশৃঙ্খলা বাহিনী, পিয়নের বেতন দেওয়া হয় । মান্জ্ঞা মেরে অনন্ত জলিল হতে নয়, দ্বায়িত্ব পালন করুন । তবে জ্ঞানবিহীন, অভাব পরিবারের সন্তানদের নৈতিকাতা টিকিয়ে রাখতে একটু কষ্ট হয় ।

যখনি কোন অন্যায় হয়েছে একপক্ষ লাঠী অন্যপক্ষ কলম ধরেছে । মাননীয় প্রধানমন্ত্রীও প্রথমে একজন নারী পরে মা । আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রনালয় কাছে এ হত্যাকাণ্ডের সুষ্ঠ ন্যায় বিচার কামনা করছি , দ্রুত তার সাথে বিচার কাজ শেষ করার জন্য সেনাবাহিনী সরকারের সাথে কাজ করবে বলেও আমি আশাবাদী । না হলে ক্যান্টনম্যান্টে থেকেও নিরাপত্তা নেই সাধারন মানুষের ।

পেছনে সুবিচার ও আইনের ফাঁক ফোঁকর নিয়ে প্রশ্ন উঠতে পারে , নিন্দুক বলে তাড়িতে দিতে পারবেন না ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৬

সাগর মাঝি বলেছেন: দেশ এখন কসাইখানা। ভাবতেও অভাক লাগে আমরা স্বাধীন বাংলাদেশে নাগরিক।

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

সাগর সাখাওয়াত বলেছেন: তাহাই মনে হচ্ছে

২| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৮

বিজন রয় বলেছেন: দুঃখজনক।

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

সাগর সাখাওয়াত বলেছেন: জ্বী ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.