নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

অতপর বৈদেশী কহিলেন মরায় দেশ চালায়

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

জনৈক জার্মান : হুইচ ক্রান্টি ইউ আর ফ্রম ? আর ইউ এ স্টুডেন্ট ?
বন্ধু : জ্বী আমি বাংলাদেশ থেকে এসেছি ইন্জ্ঞিনিয়ারিং বিষয়ের উপর পড়ছি মুনচে বিশ্ববিদ্যালয়ে ।
জনৈক জার্মান : ওয়াও গুড । বেস্ট অফ লাক । তবে তোমার দেশ ভাল নয় । এতকিছুর পরও তুমি এখানে এসেছ ।
বন্ধু : আমার দেশ ভাল নয় কেন ?
জনৈক জার্মান : তুমি জানো না ? তোমার দেশে শ্রমিকদের কাজ করিয়ে বেতন দিতে চায় না মালিকরা । ভবন ধ্বসে শ্রমিকরা মারা পড়ে । মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে যত্রতত্র । ধর্ষন করে মেরে ফেলছে তদন্ত করলে বেরিয়ে আসে তাকে জ্বিনে মেরে ফেলেছে ।
পত্রিকা খুললেই খুন-গুম-হত্যা । তোমার দেশে সাধারন মানুষের জীবনের মূল্যের চেয়ে আমার দেশের পোষা জন্তুর জীবন বেশী নিরাপদ । আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই খুন হয় মানুষ । অথচ আমাদের পুলিশ মাতালকে ওয়ালেট বের করে বাসার ঠিকানা খুঁজে তাকে গন্তব্যে পৌঁছে দেয় ।
বন্ধু : কিভাবে ?
জনৈক জার্মান : কিভাবে মানে । তুমি জানো, আমার দেশে পোষা প্রানীকে তুমি লাথি মারলে তোমার ৩ বছরের জেল হবে । আর তোমাদের স্বাধীন একটা দেশে মানুষ মরে যাচ্ছে নির্বিচারে । বিচার-এ হয় না । তোমরা কেন এমন সরকার নির্বাচিত করছ যেখানে মানুষের নিরাপত্তা দিতে পারো না ।
বন্ধু : আসলে যতই সাধারন মানুষের কথা বলা হোক ক্ষেত্র বিশেষে দলীয় প্রধানরাই সবকিছু নীতিনির্দারন করে ফেলেন ।
জনৈক জার্মান : মিডিয়া বা প্রেস কি ভূমিকা পালন করছে ?
বন্ধু : মিডিয়া তো দলীয়করন হয়ে গেছে । শিল্পপতিরা মিডিয়া কর্মীদের হাতে গল্প ধরিয়ে দিয়েছেন । তারা সেই ঠাঁকুরমার ঝুলির গল্প আমাদের শোনাচ্ছেন । তারা যা বলাচ্ছেন তাহাই বলছেন । আবার এদের মাঝে কেউ কেউ সাগর-রুনী হয়ে মাথা নাড়া দিয়ে উঠে । বিনিময়ে বেডরুমে ক্ষতবিক্ষত লাশ হতে হয় । তবে ইনিটারেস্টিং বেপার সেখানে তাদের সহকর্মীরা চুপ । না জানি চাকুরী চলে যায় । হলুদে সয়লাব ।
জার্মান : তাহলে সব সম্ভবের দেশ বাংলাদেশ বলাটা ভুল হবে না ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

কালনী নদী বলেছেন: অতিব দু:খজনক!

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

সাগর সাখাওয়াত বলেছেন: লজ্জায় নতমস্তক

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একটু অতিরঞ্জিত।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

সাগর সাখাওয়াত বলেছেন: ছবির ডায়লগ কপি পেস্ট মারি নাই । তনু হত্যা কান্ড ?

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

কালনী নদী বলেছেন: আবুহেনা ভাই মোটেও অতিরন্জিত নাহ! বাস্তবতা এমনি নিঠুর যে ভোগ করছে একমাত্র সেই বোঝতে পারে।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

আলুমিয়া বলেছেন: ব্লা ব্লা ব্লা...........হিটলার এন্ড গ্যাং ২০ মিলিয়ন মানুষ খুন করছে। এই সেদিনও আন্দ্রেস লুবিটস নামে এক পাইলট ১৪০ জনকে খুন করছে। আরও বলতে হব............

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

সাগর সাখাওয়াত বলেছেন: হিটলারের কর্মের জন্য পুরো জার্মান লজ্জিত । আর আমাদের খুন দিয়ে রাজনীতিতে অভিষেক হয় ।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: নাহ. মান সম্মান আর কি বাকি রইল! /:)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

সাগর সাখাওয়াত বলেছেন: মানুষ বস্ত্রবিহীন হাঁটছে আর মান সম্মান দিয়ে কি করবে

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

শাহিদা খানম তানিয়া বলেছেন: হু! আপনার লেখায় প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের মানুষের হতাশা আর অপূর্ণতা। চরম সত্য এটা। কিন্তু আমরা যারা বুঝতে পারছি, তারা কি করব এই বিষয়টির এটাও সমাধান হিসেবে চলে আসলে আরো ভালো লাগবে :)

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

সাগর সাখাওয়াত বলেছেন: রুগীর চিকিৎসা করবেন না রোগের করবেন ভেবে দেখুন

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

মোঃ আলামিন বলেছেন: আর কত দেরি পাঞ্জেরী?

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

সাদী ফেরদৌস বলেছেন: এটা স্রেফ একটা ফিকশন , আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি , কোন জার্মান যদি বা জার্মানে বসবাস কারি কোন লোক যদি অন্য কাওকে তার দেশ , বর্ণ , নিয়ে হীন কিছু বলে ( সেই দেশ যতই জঘন্য হোক না কেন ) তাহলে তার আইনত শাস্তি হবে , এবং সেটা বেশ কড়া ।

জার্মানিতে রেসিজম জাতীয় অপরাধ কে খুব খারাপ ভাবে দেখা হয় ।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

সাগর সাখাওয়াত বলেছেন: আমার অভিজ্ঞতা আপনার কাছে ফিকশন মনে হওয়াটা স্বাভাবিক । আর না বুঝেই বলে ফেললেন রেসিজম । কথার প্রাসঙ্গিকতায় অনেক কথা আসে এখানে সে সমস্যা তুলে ধরেছেন বাস্তবতার প্রেক্ষাপটে । আপনি এমনভাবে বলছেন উপরেরে কিছুই বাংলাদেশে ঘটে নি সে এগুলো স্বপ্নে পেয়েছে । ধন্যবাদ সাদী ফেরদৌস

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

বিজন রয় বলেছেন: টিক টিক।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.