নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

খুটি\'র অস্তিত্ব

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সৃষ্টিকর্তা আমার রুহ টাকে বেস্ট করে মানুষ নামে পাঠিয়েছেন । তাও দুনিয়াবী কারুকার মা বাব র হাত ধরে । ভূমিষ্ট হয়ে দুনিয়ার আলো শরীরে লেগে আমি চিৎকার করেছিলাম । শত কষ্টে মা হেসেছিলেন । আজ পর্যন্ত নিজের অর্জন কিছুই নেই বললে চলে । বাব র পরিচয়ে চলি , বড় কর্মকর্তা ছিলেন ।
যখন ব্যক্তি আমার চাহিদার চাকা বাড়ছে থাকে, বাবা কে অবসরে পাঠিয়ে বাব স্বরুপ আরেকটি মানুষ আমার চাহিদার চাকায় শান দিয়েছেন ।
দুনিয়া দেখিয়েছেন, ভালো দেখিয়েছেন, আপাদমস্তক নিয়ে ভেবেছেন । নিজের সন্তানের বিচারে সহোদর কে ভালোবেসেছেন । জুতা থেকে শুরু করে মাথার ক্রিম, ব্যাংক কার্ড, প্যান্ট তার পেকেটে গুজে দিয়েছেন টাকা ।

আমার সম্পর্ক, শ্রদ্ধার জায়গাটি থেকে এসে হয়েছেন ভালো বন্ধুর মত, বাবার হাত ধরে দুনিয়া দেখলেও তার ভরসার হাত আমার শিনায় রেখেছেন । জীবনে পথ পরিভ্রমনে বারংবার হোঁচট খেয়েছি , দৌড়ে এসে বুকে টেনে নিয়েছেন, ধুলোয় মাথা শরীর পরিস্কার করে কপালে চুম্বন করেছেন । আজও ক্ষত মনে অক্ষত থাকার ভেকসিন দেয়______

সবসময় একটি কথা বলে পর্ব শেষ করে আমার যদি দুনিয়াবী প্রস্থান ঘটে সেটি অভিন্ন । বেঁচে থাকলে আমিই যথেস্ট ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

গেম চেঞ্জার বলেছেন: হ্যাঁ, খুঁটির অস্তিত্ব খুবই দরকারি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.