নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

মন জানালায় বিজলী

১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

রাত ২:০০ ।

কোথাও কেউ যেন বলতে গিয়ে বলে না । থেমে যায়, মন ভাল নেই______কল্পনার মানুষের । আমি পুরাই রাফকাট, চলুক । চলতে থাঁকুক ।

উত্তর না এসে চুপ করে থাকে এতোতটা____ওপাশে
কোন এক গচ্ছু শালিক নেমেছে মনে উদ্যান ফসলে । শত শতাব্দী থাকবে না তুমি আমি কেউই , হয়ে আসছে লুঁকিয়ে যায় । কয়েকটি পছেন্দে রঙ্গ আছে । খুব করে বললে পার্পেল ।
টি-শার্ট গায়ে লাগিয়ে জালানায় চোখ পড়তেই আবছা পূর্ণিমার গায়ে ফ্লেশ করে । চোখ খুললেই জোত্যি চোখে পড়ে । চাঁদকে দু আঙ্গুলে লক্ষ্য করে গান শর্ট করলো । উড়ন্ত আলোছায়া । কি যেন কানে লাগে, কি সেটি

এক পাহাড়ী জনগোষ্ঠীর কেমন যেন শব্দ । বাঁশি, বৃষ্টির শীতল হাওয়া, মুষুল হয়ে যে শব্দ হতে পারে । মেঘ কন্যা বৃষ্টিতে খুশী মন নৃত্য করে ঝূমুর মলে । অসম্পাদিত চুক্তি যুগ যুগান্ত ধরে । শরীর শুকলে তার সুগন্ধি মাত্রাঅতিরিক্ত মিষ্টি, বৃষ্টি ভেঁজা ঝিলের কেয়া ফুল । যার গন্ধ নেয় গোখরা সাপ । সাপ/সুগন্ধ দুটোই বিষধর। গন্ধে ঢলে পড়ে নিদ্রা আসে । [মন/মানুষ-বন্য মানুষ ] নো ওয়ে মায়া, মি, ইনক্রেডিবল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.