নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

প্রনয়ের ক্ষিপ্রতা

০৪ ঠা জুন, ২০১৬ ভোর ৫:৪৩

সহজ/সরল কঠিন/যৌগিক চারটির দুটি করে পাশাপাশি শব্দ রুপে ব্যবহৃত হয় । দুটো আলাদ/সম বা বিপরীত মাংসপিন্ড একটি মন । প্রয়োজনের সূত্রে আত্নমনন আর অতিব গুরুত্ব থেকে শূন্য স্কেলে দাঁড় করানো কঠিন । সেটি স্তর বিশিষ্ট হয় তবে ধরে নেওয়ার ক্ষেত্রে গুনগত সুউচ্চতার অপর দিক । অল্প সল্প গল্প কিছু স্রোতের উল্টো গঙ্গা । কিছু গুনগুনিয়ে বৃষ্টির জল ছিটে ফোঁটায় ঘোলাটে হয়ে যায়। আঙ্গুলের ছাপে সেখানে লিখা আভা ছড়াবে বৃত্তের মাঝে বন্দি আত্নার সাথে বন্দি আত্না ।
গলে যায় । চিত্ত সে সামান্যতে কখনই সেটিসফাইড না । জানে প্রনয়ের শুরু থেকে যে মাধুর্যতা ছড়িয়ে আছে, এখনও বহুদূর, দেখেননি । না দেখেই ফিরতে হবে___________

তা নিতান্তই যদি ডিস্ট্রার্ব হয় তাহলে সুগন্ধির বিপরীত । একটির জায়গা সৌখিন বক্সে আরেকটি উচ্ছিষ্টের ঝুড়িতে । স্থানের পরিবর্তন হলে সৌখিন গুরুত্বহীন ও টকিং মেনর ওয়েস্ট অফ টাইম
সাদা স্টিক চকচকে সতেজ । সাতরঙ ।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.