নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

দুই বনিক

০৭ ই জুন, ২০১৬ রাত ১০:৩৭

চেতনা ব্যাবসায়ী কয় আমি অন্ধ প্রথা নিয়ে ঘর সংসার করি । পন্ডিতদের সংখ্যা সারা বিশ্বে ১৬ শতাংশেরও কম । বাংলাদেশে ট্রানজেন্ডার কমিটির সদস্য সংখ্যা প্রায় দেড় লাখ । আর ছত্রাকদের সংখ্যা মাত্র ২০০০০ হবে । আপনার অবিশ্বাস সেটিও আপনার বিশ্বাস । আর আমার বিশ্বাস কে আপনার বিশ্বাসের কারনে অশ্রদ্ধা করবেন এটা হবে না

ধর্ম ব্যাবসায়ী কয় আমি ধর্মহীন হয়ে বসে আসি । যদিও আমার সৃষ্টিকর্তার সাথে ফাইভ টাইমস যোগাযোগ করি । যেই পাঁচ স্তম্ভের উপর আমার ধর্ম দাড়িয়ে সেগুলোও করি পুঙ্খানোভাবে । তাবিজ বিক্রি/পানি পড়া/বাবা ব্যাবসায়ী সব বৈধ তাদের কাছে ।
রাজনীতির দলীয় বল্লম গায়ে একসময় শুরু হয়েছিল ভাইয়ের গলায় চপাতি মারা তা আজও চলছে । প্রজন্ম যখন পরিবর্তন হতে চললো তখন রাজনীতির ধূলোময়লা উড়ে যেতে লাগলো পরিবর্তেন সুবাতাসে । তখন আরেক নিরব ঘাতক পদার্থের ট্যাবলেট ফেলেছেন পশ্চিমা বিশ্ব । ট্যাবলেটের কার্যকরিতা শুরু হয়ে গেছে অলরেডি । যার জন্য এক ভাই আরেক ভাই কে বলে তুই আস্তিক আমি নাস্তিক ।

মধ্যপ্রাচ্যে পশ্চিমা মন্ত্র কাজ করেছিল শিয়া সুন্নি ইস্যু দিয়ে । যার সুবাদে দেখুন আজকে আফগানিস্তান, ইরাক, মিশর,সিরিয়ার কি অবস্থা । ধর্ম সৃষ্টি হয়েছে মানবতার জন্য আর ধর্মের নামে পুঁজিবাদ পশ্চিমা ধর্ম বিদ্ধেষীদের হাতে তৈরী আইএসআই/তালেবান/লস্করে তৈয়বা/বোকা হারাম/ জঙ্গী । লোহায় লোহা কাটলে কামার দিয়ে লাভ কি ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.