নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

কুটিরঘর

১০ ই জুন, ২০১৬ ভোর ৫:১২

মত্ত বিছানো পায়েল একপাটি
দুপায়ে পারাপারা এপার ওপার
হৃদয় পুড়ে হয় স্বর্ণকোমল খাঁঠি

রং ঝরছে অবিরত বিশুদ্ধ জল
সতেরো অধিক একুশ রং
তিন গুন বাড়িয়ে সে যেন
সাজে যেমন খুশী তেমন সং

উদ্যান গালিচায় সোনালী ফসল
হাসিতে তৃপ্ত চোখে কৃষানী সফল
অবাক যেন বুনো হাসের দিব্য দল
ফোটায় ফোটায় পাখা ঝাপটিয়ে
ঝরায় জল ঠোঁটে শিকার আকড়িয়ে

না ভালো হয়ত তুমি ও না
বা ভালো আমি তুমি বৈ আবদ্ধ
দুটি ভিন্ন অ সম্পূরক উল্টো পিন্ড
একটিতে গেঁথে দাও কান্ড অগোচর

সতেজ হয়ে প্রিয়ভাসীনির গায়ে সর্প
অবিচ্ছেদ্য জলধীতে উঠা চর ।
সেখানে লীলা প্লাবিত ছোট পুস্পতে
প্লাবনে ভেসেছে কুটিরঘর স্রোতে অলীক
ভেতর বাহিরে অলিখিত চুক্তিনামা

কখন কিভাবে এলে হেলেন শিহরে
কেশগুচ্ছ হাতরিয়ে এক শব্দ জুড়িয়ে
শর্বরী নিহত করছে ক্ষিপ্ত বাষ্প মাংসপিন্ডে
লুটেরার হয়ে যাই আবদ্ধ শৃঙ্খল খুলে
ওকত বুলি দেয় এই আর্তনাদ'ই
হয়ত শেষ পরিসমাপ্তির_________

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.