নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

বন্দরে নোঙর

১২ ই জুন, ২০১৬ ভোর ৫:৫৬

অতিব ক্ষুদ্র আকারে আমি দাড়ি
দেখার শুরু বহমান বুড়িগঙ্গার তীরে
স্থবির শহর থেকে
আবার দেখা হবে চিঠি পাঠিয়েছি
শিক্ষার শহর অক্সফোর্ডের হরিন পালে
দেখা হবে মাদাম তুসো তে ।
দেখা তো হচ্ছেই
প্রেমে মাতাল শহর প্যারিসে
যেখানে প্রতিটি রুই[রাস্তা তোমাকে
ভালোবাসার ছন্দ গোলাপ আকারে
খোপায় গুঁজে দিবে । দেখা দেখি
প্রনয়ের স্বাক্ষী তালা হয়ে ঝুলবে
প্রেমের শহরের সাঁকোতে ।
বিলম্ব হল ভয় নেই দেখা তো হচ্ছেই
ফ্রান্কফুটের কাচা বইয়ের গন্ধের মেলায়
সব প্রনয় গুরু তোমার ঝোলাতে পুরিয়ে দেব
দেখা হবে আমি গন্তব্যের পথে
দেখা হবে ফ্যাশানের জন্মভূমি মিলানে ।
হবে হাই হবার শহর অথচ ভালোবেসে
বাহারি টিউলিপের গার্ডেনে ।
দেখা হবে নেরুদার শহরে
দেখা হবে নিষিদ্ধ খদ্দরের বিকেল প্রাগে ।
হাতে হাত বন্দি ঠোঁটের ব্যারিকেড ঠোঁটে
পরিচ্ছন্ন শহর ভিয়েনাতে । দেখা হয়ে
মন নিত্য করছে ।
মনের লাভা উদগিরন হচ্ছে

নিত্য দেখি তোমাকে প্রিয়তমা,
তুষারে ডাকা ধবল পরিবেশে ।
সাদা লালের সেন্চুরী পাতার দেশে ।
অপলক দৃষ্টি হুডির ফাঁকে ।

একা হেটেছি অনেক তবে ভয় নেই
হাত ধরেছি ললনা তোমার । হয়ত
গুরুর মত বলতে পারবে না_____

আমি এমন ব্যাবস্থা করবো যাতে সেনাবাহিনী
গোলাপ গুচ্ছ কাঁধে নিয়ে মার্চপাস্ট করবে
তোমায় সুন্দরী ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৬ সকাল ৯:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। ভালো লাগল।

১৩ ই জুন, ২০১৬ রাত ৩:৪৮

সাগর সাখাওয়াত বলেছেন: রেসপেক্ট

২| ১২ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৯

সিক্ত শ্রাবণ বলেছেন: খুব সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.