নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

পূজোর ফুল

১৪ ই জুন, ২০১৬ ভোর ৬:০১

গুনগুনিয়ে শব্দ সুরে জল তরঙ্গের ছন্দ
মধ্য শরীরে ভাঁজরেখা স্পষ্ট মেয়ের বিহঙ্গ
এ শরীর যেন মরুর বিধ্বস্ত গোলাপ
আপামর চায় তার সংস্পর্শে আসতে
ভালোবেসে কেউ দেবতার পূজোয় দেয়
কেউ কোলে রাত যাপনে জীবনের প্রারম্ভ
কেউবা ঝোলাতে চায় বিখ্যাত চিবুকে
কেউ জীবিকার সন্ধানে সাজায়
শাহবাগ বা আমাস্টার্ডামের রাস্তায়

কি তোমার কার্নিভেল ভাঁজরেখায়
রনাঙ্গনের সেনাপতি তলোয়ার ছেড়ে
ভবনো হাঁটু গেড়ে তোমার পাদদেশে
মোঘল উপডৌকন দিয়েছে তাজ
হেলেন উপডৌকন হাতে ভগ্ন ট্রয়
নিষিক্ত ফল গলাধকরন করেছে পিতা
অবিচ্ছেদ্য লোহিত কনিকা ছেদ হয়েছে
শেক্সপিয়ার কলমে লিখেছে তোমার কল্পচরিত

তুমি সম্পূর্ণ নয় আমি সম্পূরক স্বপ্ন
স্বপ্ন উত্তম জীবনের জন্য যদি
ভুল স্বপ্ন না হয়ে সদ দেখি
সে স্বপ্ন আমি ঝরার আগে ঝরবে না
ভিন্ন ভিন্ন প্রিয়ভাসিনী দেখিছি
আমার ভেতরের মলাটে লুকায়িত
তোমাতে হোলির রঙ্গে গায়ে মেখেছি
ঝরে যাওয়া জলে না ধুয়ে রাখি

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৬ সকাল ৯:২৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম কবি। শুভ কামনা।

১৫ ই জুন, ২০১৬ রাত ৩:৪৯

সাগর সাখাওয়াত বলেছেন: হৃদয় দিলাম কবি

২| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১:১৮

বিজন রয় বলেছেন: অপরিসীম সীমার কবিতা।
+++

১৫ ই জুন, ২০১৬ রাত ৩:৫০

সাগর সাখাওয়াত বলেছেন: সিক্ত রিক্ত দুটোয় ভালোবাসার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.