নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

হব দেবতায় প্রস্থান

১৫ ই জুন, ২০১৬ রাত ৩:৫৪

কনডেম সেলে জেব্রা রংয়ের পরিচ্ছদ গায়ে
প্রহর গুনছি কবে আসবে যমদূত ,
মনের প্রান্তরে ব্যারিকেড ভেঙ্গে
ভেতরে বাহিরে উর্ধ্ব অদতে সারা মনে
সেলের ছোট কাছের আলো বাতাসের ফোকরে
পরিপূর্ণ চাঁদের জ্যোতির ছায়া পাটাতনে
ছায়ার রশ্মি গায়ে লেগে আরেক আমিতে
অস্বাভাবিক লাগে নিজের ছায়ায় ফেরু

দেয়ালের ত্নক খসে পড়ে মেঝেতে
ফোকরে বংশবিস্তার কিট প্রজাতির
ভালো নেই তারাও, বুলি নেই তব করন গত
হাসে সে কুখ্যাত , দিয়ে সে দেবতায় প্রস্থান
অনেক ভালোবেসে হাতে লৌহ বন্ধন বিধল
কোমরে জুড়েছে তোমার বিছার মত বেড়ি
সমাপ্তি তার গোড়ালির ঘাটে দন্ডিতমান
ক্ষত হয়েছে জোড়ায় জোড়ায় দেহের বাইরে
একটু প্রনয় জোরাল শব্দ গিয়েছিলাম
পারাপার করেছ প্রনয়ের বদৌলতে লজ্জা

ওড়নায় বদন লুঁকিয়েছিলাম দিয়েছ কি
আজও জেলে চিঠি আসার অপেক্ষায়
প্রিয় নীল আকাশ দেখিনা, সূর্যসাস্ন
মেয়ে তোমার অবাধ সাঁতার জল পুকুরে
টিএসসির আড্ডায় মাতি না যুগ হল বিদায়
সাহিত্য কেন্দ্রের বইয়ের গন্ধ পাই না
বাসন্তী রঙ্গের অপূর্ব মেয়ে দেখে শিষ বীন
উচ্চারিত হয়ে আসে না শব্দ রুপে ।

গতকাল পরমান এসেছে লাল পাসপোর্টে
৩০২ ধারায় মন খুন করেছিলাম
৩০৫ ধারায় প্রলোভনের অপরাধে
৩৯৬ ধারায় নিজেকে লুঁটপাট করায়
বিজ্ঞ আদালত আমাকে ঝোলাবে
পক্ক সুতোঁয় জল্লাদ রেডি হয়েছে
সেই সুতোকে তোমার ওড়নায় লুকিয়ে
মাটিতে ঘুমোব বীরের বেশে প্রিয়ভাসিনী । ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৫:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: "কনডম" নয় "কনডেম" লিখুন। আপনার কবিতার অভিব্যক্তি আমার ভীষণ ভালো লেগেছে। হাত খুলে লিখে যান। শুভ কামনা রইল।

১৫ ই জুন, ২০১৬ সকাল ৭:৪৯

সাগর সাখাওয়াত বলেছেন: মন ভিজিয়েছি ভালোবাসায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.