নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

অক্ষ্নির কুসুম ফোঁটা

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৮

সম্পর্কের কাঁথায় সুঁই দিয়ে সুঁতো বুনেছি
বুনতে গিয়ে সুঁই বিধেছে থামাই নি বুনন
থেমে গেলে তো নকশী ফুল উঠবে না
দুটি ভিন্ন আত্না র সম্পর্ক মিলে জীবন
নামধার কাথায় সুতোঁ বা সুঁই হয়ে ভেসছিল
কেউ অতি আদরে শরীরে জড়ায় কেউ
আবার অতি প্রিয় মানুষকে ভীড়তে
দেয় কেউ তার তলায় আবার
কোনটি মূল্যহীন হয়ে বাক্সবন্দি থাকে ।

জলধী পারাপার হয় এক সাম্পানে
মহানায়ক একজন রাষ্ট্রপ্রধান একজন
মহামানব একজন অভিশপ্ত শয়তান
একক পিতা একজন জননীও একক
যিনি নশ্বর পৃথিবী বানিয়েছেন সেই
চারুকার ও একজন এতো সৃষ্টি আর
একেতে থাকার পরও জীবন নামক
বাহারি খোলস কিন্তু আমরাই পারি
একেতে না থেকে যাচি বহুজন বারংবার
দুয়েতে নষ্ট রপ্ত নষ্ট মনন নষ্ট আমি

মানুষ উৎকৃষ্ট তবে সম্পূর্ণ ভালো নয় ।
বহুদূর সকল জল্পনা কল্পনার বাইরে
বিশাল একটি ময়দান আছে ভুল
করিনি, অন্যায় করিনি, নিজেকে বিলিয়েছ
তারপরও অক্ষ্নির কুসুম ফোটা ঝরিয়েছ
মনে রেখ তোমার সাথে দেখা সেখানেই হবে
সেখানেই কথা হবে__________ [সুপ্রভাত ]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ........!

ভালো লাগলো। এগিয়ে যান কবি। শুভকামনা

২| ১৭ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৯

সাগর সাখাওয়াত বলেছেন: রেসপেক্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.