নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ধবলার খদ্দর

১৭ ই জুন, ২০১৬ ভোর ৫:৪৯

ধবল সেরা ধবল দ্যুতিময় দামি
ধবল রুপে মাতাল সবল আদম আমি
ধবল ঢেউ তুলে ঈস্রাফিলের শিঙ্গায়
সারা শরীর যৌবনে লন্ডভন্ড বর্ষন
এ গন্ধ কাছে টানে লীলাকে নেয় মহলে
লীলাতে মিশে লীলা মত্ত খেলায় বেলায়
ভাজ খোলে রেখা আঁকে সুতোঁ টাঙ্গায়

অদ্ভুত একক আদম বহু ধর্মে তার প্রকার
অথচ প্রনয় নিষিক্ত ফোটায় জন্ম তার
ধবলার খদ্দর ধর্মহীন যুগ পেরিয়ে মহাকাল
হোক কাবার যাত্রী হোক মন্দিরের লয় মনে
ঈসার অনুসারি হতেও পারে মুসায় অন্ধ জনে
ধবলা আগুনে লীলা তো সুগন্ধি মোম প্রদীপ
গলতে গলতে নি:শ্বেষ প্রস্থান একাকার ধোপ
আবার আসে আবার সূত্রপাত হয়
পরিপক্ক চরিত মাতন তোলে আরেক লীলায়

কি সে শীরর জুড়ে কে দিয়েছে এমন সুগন্ধী
তোমার লীলার জলে স্নানে হয়েছি ডুববন্দি

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৮:৫৮

সিক্ত শ্রাবণ বলেছেন: দারুন।

১৮ ই জুন, ২০১৬ ভোর ৫:০১

সাগর সাখাওয়াত বলেছেন: রেসপেক্ট

২| ১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। শুভকামনা

১৮ ই জুন, ২০১৬ ভোর ৫:০২

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । দু:খিত ছবির জন্য ডিলিট করছি

৩| ১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এরকম ছবি না দেয়াই ভাল

৪| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৩

কানিজ রিনা বলেছেন: ন্যায় সঙ্গত মনচিন্তা সকল সুখের মূল।

১৮ ই জুন, ২০১৬ ভোর ৫:০৩

সাগর সাখাওয়াত বলেছেন: দু:খিত ছবির জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.