নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

গ্রেনেড তোর হাতে পাগলী

২৯ শে জুন, ২০১৬ ভোর ৬:২১

ভব পাড়ে বসে ভাবি নিরালায় নিশ্চুপে
কাব্য হাতে আদিম গ্রন্থ হাতে লোলুপে
ধমনীতে কে সে বাজে লয় হারিয়ে গীত
আমি বলিনি সে সুরের সঙ্গীত নীশিতে
শোনায় নি সে কাব্য তোর আজও গত
লিখেছি অনেক শব্দ লক্ষ্য পাতা ছিড়ে
এক বস্ত্রবিহীন কোলে মাথা পেতে কেঁদে
পায়ের নিচে ভালোবাসার জান্নাত খুদে

দুষ্টমির সকল খেলায় স্ব মনে আমি হেরে যাই
আমার আবেগের শয়তানী পাগলী যে তুই
শরীর গড়ে রুপ তৈরী করে কারিগর কুমারী
সে রুপ রঙের প্রতি হাটের খদ্দর সদাই করি
শব পুরোনো হোক দোয়া করি মন নবলোকন
শাপলা পাতায় সে সর্প পাহার দেয় ফনা তুলে
সকল হাসি কষ্ট বিধ্বস্ত প্রাপ্তির জন্য দায়ী তুই
নিহত হই তবে তাও তোর বাঁচলে আর কার বল
মন নামক গ্রেনেড তোর হাতে পাগলী । ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৬ ভোর ৬:৪০

কালনী নদী বলেছেন: সকাল বেলা খুব সুন্দর একটি কবিতা পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.