নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

জীবন ঘড়ি

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১



গোছানো/অগোছানো জীবনের পরিধি আছে, ধরন আছে । কখনও পাল তুলে দীগন্ত কূলে ছেয়ে যায় মাঝি । আবার কখনও সাহারা মরুভূমির মরু যোদ্ধার মত জলপীপাষু । রং আছে অনেক । একজীবনের চাওয়া পাওয়া প্রাপ্তি অ-প্রাপ্তি/বিচ্ছেদ/ভালো লাগা সব জীবনের বেলায় রঙীন ছিটানো রঙ্গের মত । হাসের পিঠে জমানো জলের মত । বয়সের বাঁকে বাঁকে সে জল লুকিয়ে ডানার পালক ভিজিয়ে রাখে । হয়ত এক বিকেলে চোখে পড়বে খালী বেন্চি, ঝাপসা চক্ষুগুলো তে কালো ফ্রেমের ফাঁকে । চুল ধবল হয়েছে, হাঁটার গতি কমেছে, কন্ঠে কথার জড়তা বাড়ছে, সিধূর মুছে গেছে,মুয়াজ্জিনের আযানের সাথে সাথে ঘোমটায় টান দেবার শক্তি সরে গেছে । হাতের লোমকূপগুলো পরিচ্ছন্ন সাদামাটা । পর্যাপ্ত বয়সে গোছানো ছামড়ার সময় বন্ধনিতে বাঁধা । কোন এক অবেলা, লোকচক্ষুর অন্তরে, সবার মধ্যমনি কিংবা সাদা এপ্রোন পরে জীবনের পাড়ে এসে ডানায় পালকে জলগুলো ছিটাবে, জল রাশির ফোটা আশেপাশের নতুন শরীরগুলো ভিজিয়ে দিবে কান্নায়, ডানা। ঝাপটিয়ে বয়সের পালকে জমা বয়সে'র রঙের সবটুকু দিয়ে সাদামাটা এপ্রোন পরে মাটিতে আবারও ভূমিষ্ট হবে এপার থেকে পেরার অপেক্ষায় ।

আর এ পাশের জলরাশি'র ছিঁটে ফোটাগুলো'র স্পর্শে হৃদয় ভিজিয়ে কেউ খুঁজবে হৃদয়ের মানুষটি ক্ষত । কেউ তিরস্কার করবে, আর কোন জননী তার হৃদয়ে যে ভালোবাসার জলছায়া দেখেছিল, সে জননন্দিত মানুষ নামক উপন্যাসের পাতা খুলবে আর জীবনের গোধূলী রঙ্গের মত স্মৃতি রক্তিম হবে, ঢুকুরে কাঁদবে । ছবির সাথে কথা বলবে, মনে মায়া নিয়ে তার রুহ চারপাশ কথা বলবে অদৃশ্য । অথচ কিছু পার হওয়া সময়ে তার সাথে মিঠে খুঁনসুটি করেছিলাম । থাকো ভালো আসবো আমি দেখা তো হচ্ছেই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.