নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

বিবি সেজেছে

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫



অধ্যসিক্ত ভালো লাগা নিয়ে জীবনের মোড় টেনে নিল রকমারী বাগানে । বাহারী পুষ্পবর্ষণ । শিশির ভেজা ভোরে পাদুকা বিহীন গোড়ালীর তালুতে এক প্রেমময় অনুভূতির জন্ম নিয়েছে । অনুভূতি নিয়ে স্পর্শের সাথে মন রেশম বুনে । ভেজা ফুলে অদূর দূরে কে যেন বুনতে বুনতে উন্মক্ত সুতোর প্রান্তর । পেছনে তাকাতেই মুহূর্তেই আলেয়া কিংবা তামাক পাতা পোড়াবার কাঠি । ক্ষনিক দেখাই ঐশ্বর্য্য । চৈতন্য/চিত্ত দাবীদার হয়ে এগুতে লাগল । দিক বিদিক হন্য হয়ে চোখ গেল ছোট জলধী'র দিকে । হলদে আর সবুজের মাঝে ধবলে লাল রঙ্গের তাঁতের শাড়ী মুঁড়িয়ে বিবি নৌকায় । গুটি আঙ্গুলের পা ছাপিয়ে কাছে গিয়ে অপলক তাকিয়ে থাকে । কে খেলেছে/কে সে রুপসীর তাঁতী । এ কূলে আমি ঐকূলেতে তে সে । নৌকা ছেড়ে এক গোরা বিবি নেমেছ জলে । পশমের রোয়ায় জল বসতেই পনীর সুস্বাদ হয়ে পড়ছে জলরাশি । মাটিতে দাড়ানো তবুও নিহত চিত্ত যোগের মানুষ । এমন একটি সকালে বালার ঝংকার, অর্ধ ঢাকা গাত্র । চাঁদের কোলে মাথা রাখে গল্প পর্ব । সেই চেনা ভায়োলিন সুরের মাতম তোলা মেয়ে । উর্ধ্ব হস্ত সাথে কাচের জার ছিল অন্য এক মানুষ । যে জলে ভিজে যাবে আমার আদিম খুটি থেকে শেষ ফোটা পর্যন্ত । বিবি সেজেছে ।

আমি পূর্ণাঙ্গ তবুও সম্পূরক সম্পূর্ণ হই অর্ধাঙ্গীনি বিবি'তে , জন্ম তোমার গতরেই ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮

জামিল হাসান ১৯৮৬ বলেছেন: ভালো লাগলো!!!!

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৭

বিজন রয় বলেছেন: অধ্যসিক্ত মানেটা কি হবে এখানে?

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪

সাগর সাখাওয়াত বলেছেন: এসওপি প্রিন্সিপাল , আমার কাছে মনে হল বাংলা শব্দ এমনটিই হবে কোথায় চোখ পড়ে ছিল

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৬

লিও কোড়াইয়া বলেছেন: চোখটা কার আমি কিন্তু জানি!

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৭

সাগর সাখাওয়াত বলেছেন: নিরবতায় নিরবে কবি

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

গেম চেঞ্জার বলেছেন: দারুণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.