নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তেন সুবাতাস সৃষ্টি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯




সাদা কালোর রঙীন পর্দা ছাড়িয়ে রঙীন দুনিয়ায় পা ফেলে । মানুষ আর মানুষের গল্প দিয়ে পরিবর্তন রুচী চেয়েছিল আমাদের প্রজন্ম । হঠাৎ কোন এক শঙ্খচিল এসে ভর করে বাংলা চলচ্চিত্রে । বিজ্ঞাপন ধারায় বাংলা সিনেমা মোড় ঘুরে দাঁড়িয়ে দৌড়াতে থাকে । দেখতে থাকে প্রজন্ম এক অভূত পরিবর্তন । শিল্প দেখে সৃষ্টি খুঁজতে থাকে স্রষ্টাকে । মাটি ফোঁড়ে ওয়ার্ক অফ আর্ট দিয়ে যাচ্ছেন বাংলা সিনেমা ।

ছড়ানো সৌরভ নিয়ে বাংলা সিনেমার প্রজাপ্রতি কান ফেস্টিবলের লাল কার্পেট পর্যন্ত হাঁটছেন । আমাদের ইমতিয়াজ আলী নেই, বানসালী নেই, কারান জোহার নেই, অনুরাগ বাসু নেই , নেই আব্বাস মাস্তান তবে আমাদের আছে অতিব পরিচিত একজন #অমিতাভ_রেজা । গত একদশক ধরে বাংলা বিজ্ঞাপনের জনক, যার শৈল্পিক চরিত্র সৃষ্টি দেখে আজকের বিজ্ঞাপন ও চলচ্চিত্রে লেগেছে পরিবর্তনের সুবাতাস । ৬৯ কান ফেস্টিবলে নিজের ছায়াছবি নিয়ে হাজির হওয়া প্রিয় নির্মাতার সাথে ছবির দেশে দেখা ।

মানুষটিকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল, হয়েছিল কথা বলার । মাটি বললে হয়ত শব্দখানা এপ্রোফিয়েট হবে কিনা জানি না তবে মানুষটি তার চেয়েও মিশ্রিত । মন দীঘিতে পদ্ম পাতার জল । রং ঝরছে মুষুলধারে
চারদিকে শব্দ গুলিতে মুখরিত যখন, একটি শব্দ আভিধানিক ভীড় করেছে দেয়াল জুড়ে । সে শব্দ স্বাক্ষরের ছাপ ভালোবেসে মনের দেয়ালে । শ্রদ্ধার আঠালো বস্তু দিয়ে মনের সাথে এট্যাচ করে নিয়েছি । একটি শব্দ দিয়েছেন মানুষটি মুখে জপি "পিস এন্ড লাভ নামে ।

ব্যাচেলর/থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার/মনপুরা/টেলিভিশন নন্দিত হয়েছিল মানুষের মনে । আরেকটি জলক/ আরেকটি চমক/আরেকটি ভিন্নতা/ রুচিশীল ওয়ার্ক অফ আট অথবা মানুষের গল্প নিয়ে ৩০ তারিখে শুভ মুক্তির অপেক্ষায় স্রষ্ট্রার সৃষ্টি নিয়ে । বাংলা সিনেমার আরেকটি জুপিটারের অপেক্ষায় ৩০ তারিখে ।
এমন শান্তির মানুষের জন্য শান্তি, সাফল্যতা, ও আকাশ ছুঁয়ে যাবে, সুন্দর হাঁটবে তানপুরার উঠোনে, প্রতিচ্ছবি ভাসবে আয়না হয়ে । সারা দেশের দশর্কের মনে মাতাম ঝড় উঠুক । শুভ ছড়ানো অনুভূতি রইল ।

এ শিল্প সুন্দরের মন্দিরের উপর উড়ে বেড়াক___

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

কুহুক বলেছেন: চঞ্চল অনেক ভালো অভিনেতা যদি মনপুরা ২ হইত তবে অনেক ভালো হত ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

নোমান প্রধান বলেছেন: সুন্দর দিন আসছে ঢালীউডে

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২

সুমন কর বলেছেন: লেখা বা রিভিউ বা আলোচনা ভালো লাগল। ভালো লিখেছেন।
+।

অমিতাভ রেজা আসলেই একজন ভালো নির্মাতা এবং পরিচালক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.