নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আত্ন পৃথিবী

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯




প্রথম ভূমিষ্ট চিৎকার
প্রথম শিশুর মুখে তুলে দেওয়া মা ডাক । কোন প্রেমিকার প্রথম দেখায় প্রতি রাতের ভাবনা । যে দেখার পর অনেক দেখায় দেখে চক্ষু । কিন্তু এ দেখার মত নয় । পৃথিবী একটি , প্রত্যেকের আলাদা আলাদা । যে স্বপ্ন খুলো কখন ভোরের সতেজ হাওয়া । কখনও ঘুমের গল্পে , শেষ সকালে তার সাথে সাথে । বালিশে মাথায় কানে কানে শব্দগুলো সৃষ্টি সুখের উল্লাস । জল আর গঙত্রী ।হাজার রঙের পেইন্টিংয়ের মাঝে খুজে না পাওয়া V সিক্রেট________ ❤️

কখনও তর্কে মাতে । সে তর্ক যুদ্ধের মত আত্ন যুক্তির যুদ্ধ চলে । প্রকাশের মানুষ নেই দেখা তো যায় না । আমার কথাগুলো আমি একোস্টিক গিটারে ছয়টি তারের ছন্দ তুলতে হিমশিম খাই । মেয়ে কিংবা ছেলে বলা হয়ে থাকা আমি দূরের অতিরিক্ত কেউ । বাবা মা উভয়ের বোঝানো বড় হওয়া মেয়ে কিংবা ছেলে । যার গড়ন বলবে তুমি কারো অর্ধাঙ্গীন, কারো পুরুষ । এখানে আমি চুপ হয়ে ভদ্র বোবা বনে গিয়েছি । আমার ছোট রুমে এক বালিশ, এক বারান্দা । এক প্যাকেট সুইজ তামাক আর দেয়াশলাই

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো.,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.