নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

মিশ্র বদ চার খাটিয়ায়

১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯


এক কবির ছন্দ তে ৬ কোটি বেজেছিল সুমধুর । এখন তরুন রা না প্রেমিক না বিপ্লবী । যারা ছিলেন ভাষা সৈনিক তাদের প্রজন্ম যেন নেশায় বিনষ্ট,। এ নেশা মেধা দিয়ে উঠে আসা ম্বফসলের ছেলেপুলে ।ব্যস্ত তিনবেলা চাঁদাবাজি/টেন্ডারবাজী/হল দখল,লুঁটপাট ।সাগর জয় করেছি বিশাল তবে রোহিঙ্গা নকশা বানচাল । দলীয় আমলা/তিন বাহিনী প্রধান/পুলিশ । ৭১এর মুক্তিযোদ্ধা'র উত্তরসূরি'রা ক্রসফায়ারে ব্যস্ত । প্যানেলে বিধ্বস্ত বুদ্ধিজীবি , পূর্ণজন্মের পাপ ছিল এ যেন । ক্ষমতার চালবাজ হয় লাল টেলিফোনে । ব্যাংক লাল নোটে ভরপুর দরবেশ বাবা রা মিলে । বিদেশে বাসর বানায় নগরের গলির চিপার পোলাগুলো। ভালোবাসার ক্যাম্পাস খালি । ভালোবাসা বার্গারে, টেমফেশন নাইটে । হাই প্রোফাই দূনীতিবাজ রামছাগলের জেনারেশনের আধুনিক প্রেম । গোলাপের পরিবর্তে কথার বুলেট । বিশ্বাসের ভূত নামে পরীক্ষাগার লিটনের ফ্ল্যাটে,স্ন্যাপচ্যাট,টুইট,ইন্সট্রাগাম,ভাইবার,ইমুতে । পোলাপাইন ও পারে আমরা জেনারেশন তো হাসতে হাসতে হাশমী হয়ে যাই । ধর্ম/স্যাকুলার বানিজ্য চলছে যখন সবাই ফাস্টেস্ট হবার রাস্তায় । কেউ সংখ্যালঘু,কেউ উগ্র,কেউ আবার গালি দিয়ে বলে তুই আদিবাসী । বীরঙ্গনারা সে দিন দেশের জন্য খয়েছিলেন আঁচল । তাদের কারো কপালে ছিল লাল সিঁদুর, মাথার ঘোমটা । মুসলমান মায়ের দুগ্ধ হিন্দু শিশুর কান্না থামিয়ে ছিল । সবাই ছিল বাঙালী । ইন্ডিয়া যেন স্বপক্ষে বলেন তারা দিয়েছেন স্বাধীনতা , কালচার । হোলী খেলায়,পূজায় নাঙ্গা নাচি, কিন্তু হিন্দু দোস্ত গোরে ঈদ উত্সবে দাওয়া দিতে নেই । তাহলে তাদের সাথে অন্যায় হবে । বিদেশীরা আমগোরে চিনে শাহরুখ খান , আমি কিন্তু বাঙ্গালী । ভাঙ্গনের খাদে পড়েছে জাতি________________এত রং ধরি ক্ষনিকে ক্ষনিকে । জয় হোক বড়লোক লুঁটেরারদের ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি কোথায়, রেসকোর্সে, নাকি লালদীঘিতে?

২| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সাগর সাখাওয়াত বলেছেন: খাওয়া দাওয়ায় ব্যস্ত দাদা

৩| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মাঝিবাড়ি বলেছেন: এটা বার বার রপ্ত করতাছি, আগামী যে কোন ইভেন্টে গেয়ে শুনাব বন্ধুদের! ক্রোধ- ক্ষোভ- ঘৃণা- লজ্জা- ভালবাসা- অভিশাপ সব সব সব বলেছেন!!

৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১:২২

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ মাঝি, পারাপারে মাঝি হবেন সহায়ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.