নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আসতে দেওয়া হোক

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩




তসলিমা নাসরীন রাস্তার পাশে ছেলেদের মত দাড়িয়ে মূত্র বিসর্জন নিয়ে কথা বলেছেন, কিংবা এইটির রাইট চেয়েছেন বা চাইবেন বলে আমার কখনও মনেও হয় না । রাত ৩:০০ টায় নিরাপদে মেয়েদের বাসায় ফেরার রাইট নিয়ে কথা বলেছেন ।
অফিসে বস নামদারী লুজারদের কামনার বস্তু না হয়ে প্রতিবাদ করার কথা বলেছেন । নারী স্বাধীনতায় বেগম রোকেয়ার মত হতে চান নি ।

কারন বেগম রোকেয়া হতে পুরুষত্বের জায়গাটা একটুও ছাড়তে হয় নি, কিন্তু তসলিমা কে হয়েছিল । কেন তসলিমা হয়েছেন সে সে জায়গাগুলো তে তিনি নিজেই ভুক্তাভুগী । বলার স্বাধীনতা সবার আছে । নবী (স:)যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তিনার চাচা আবু জাহেল কাফের ছিলেন । এবং তখনকার খন্ডকালীন সময়ে আবু জাহেল ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ । তাকে চেষ্টা করা হয়েছিল বহুবার ইসলাম ধর্ম গ্রহন করার জন্য হত্যার চেষ্টা করা হয় নি । কিন্তু তিনি ইসলাম গ্রহন করেন নি ।

ধর্মের বিশ্বাস যার যার । আমি ধর্মতে মানি । যিনি মানছেন না এইটিও তার বিশ্বাস । তিনি কেন মানবেন না সেটিও তার বিশ্বাস । তাকে নিয়ে লিখলে অ-ধার্মিক হবার সুযোগ নেই । কিছুক্ষন পর জুম্মা পড়তে যাবো । আমার লিস্টে অনেকেই আছেন যদি বলা হয় তসলিমা সম্পর্কে বলার জন্য । সবাই যেটি বলতে চাইবে মিনিয়ে মিনিয়ে, হ্যাঁ তার লিখা আমার অনেক ভালো লাগে, তবে ধর্মবিরোধী ।বা বলবেন তিনি সাহিত্য চর্চা করতে গিয়ে ধর্মবিরোধী উগ্রগোষ্ঠী কে লেলিয়ে দিয়েছেন । কাজের থেকে অ-কাজটাই হবে বেশী । মোট কথা হল তিনাকে সবাই পছন্দ করেন তবে ধর্মবিরোধীতা ছাড়া । বলার স্বাধীনতার জায়গা থেকে ধর্ম একান্তই নিজস্ব ব্যাপার । কিছুদিন পূর্বে আওয়ামীলিগার লতিফ সিদ্দীক যা বলেছেন, বিচার তো সবার জন্য সমান তাকে কেন বের করে দেওয়া হয় নি ? বরং ভিআইপি লাউঞ্জে দেশে এসেছিলেন । তসলিমা নারী বলে ?

একটি মানুষ লিখার জন্য সব হারিয়েছেন, বলতে গেলে সব । যে দেশে জন্মগ্রহন করেছেন সে দেশ থেকে বিতাড়িত । দেশে বলার স্বাধীনতার জন্য আইন পাশ করেও লাভ হবে না । কারন চিন্তাশক্তির জায়গা থেকে বলার দ্বার উন্মুক্ত । দেশে আসতে দেওয়া হোক তসলিমা নাসরীন কে । শুভয়া হোক জন্মবছর নিন্দীত,নন্দিত,আলোচিত,সমালোচিত, বিতর্কিত লেখিকা

তসলিমা নাসরীন রাস্তার পাশে ছেলেদের মত দাড়িয়ে মূত্র বিসর্জন নিয়ে কথা বলেছেন, কিংবা এইটির রাইট চেয়েছেন বা চাইবেন বলে আমার কখনও মনেও হয় না । রাত ৩:০০ টায় নিরাপদে মেয়েদের বাসায় ফেরার রাইট নিয়ে কথা বলেছেন ।
অফিসে বস নামদারী লুজারদের কামনার বস্তু না হয়ে প্রতিবাদ করার কথা বলেছেন । নারী স্বাধীনতায় বেগম রোকেয়ার মত হতে চান নি ।

কারন বেগম রোকেয়া হতে পুরুষত্বের জায়গাটা একটুও ছাড়তে হয় নি, কিন্তু তসলিমা কে হয়েছিল । কেন তসলিমা হয়েছেন সে সে জায়গাগুলো তে তিনি নিজেই ভুক্তাভুগী । বলার স্বাধীনতা সবার আছে । নবী (স:)যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তিনার চাচা আবু জাহেল কাফের ছিলেন । এবং তখনকার খন্ডকালীন সময়ে আবু জাহেল ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ । তাকে চেষ্টা করা হয়েছিল বহুবার ইসলাম ধর্ম গ্রহন করার জন্য হত্যার চেষ্টা করা হয় নি । কিন্তু তিনি ইসলাম গ্রহন করেন নি ।

ধর্মের বিশ্বাস যার যার । আমি ধর্মতে মানি । যিনি মানছেন না এইটিও তার বিশ্বাস । তিনি কেন মানবেন না সেটিও তার বিশ্বাস । তাকে নিয়ে লিখলে অ-ধার্মিক হবার সুযোগ নেই । কিছুক্ষন পর জুম্মা পড়তে যাবো । আমার লিস্টে অনেকেই আছেন যদি বলা হয় তসলিমা সম্পর্কে বলার জন্য । সবাই যেটি বলতে চাইবে মিনিয়ে মিনিয়ে, হ্যাঁ তার লিখা আমার অনেক ভালো লাগে, তবে ধর্মবিরোধী ।বা বলবেন তিনি সাহিত্য চর্চা করতে গিয়ে ধর্মবিরোধী উগ্রগোষ্ঠী কে লেলিয়ে দিয়েছেন । কাজের থেকে অ-কাজটাই হবে বেশী । মোট কথা হল তিনাকে সবাই পছন্দ করেন তবে ধর্মবিরোধীতা ছাড়া । বলার স্বাধীনতার জায়গা থেকে ধর্ম একান্তই নিজস্ব ব্যাপার । কিছুদিন পূর্বে আওয়ামীলিগার লতিফ সিদ্দীক যা বলেছেন, বিচার তো সবার জন্য সমান তাকে কেন বের করে দেওয়া হয় নি ? বরং ভিআইপি লাউঞ্জে দেশে এসেছিলেন । তসলিমা নারী বলে ?

একটি মানুষ লিখার জন্য সব হারিয়েছেন, বলতে গেলে সব । যে দেশে জন্মগ্রহন করেছেন সে দেশ থেকে বিতাড়িত । দেশে বলার স্বাধীনতার জন্য আইন পাশ করেও লাভ হবে না । কারন চিন্তাশক্তির জায়গা থেকে বলার দ্বার উন্মুক্ত । দেশে আসতে দেওয়া হোক তসলিমা নাসরীন কে । শুভয়া হোক জন্মবছর নিন্দীত,নন্দিত,আলোচিত,সমালোচিত, বিতর্কিত লেখিকা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

চুলবুল পান্ডে বলেছেন: খাসরিনের পক্ষে ফোকটে দালালি,ব্যাপার কী ?

২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

সাগর সাখাওয়াত বলেছেন: ছবি দিছেন ডিপজলের, নাম দিছেন হিন্দি ছবির এরপরও আমি দালাল ?

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪

নিরাপদ দেশ চাই বলেছেন: দেশান্তরি হবার মত কোন অপরাধই তসলিমা নাসরিন করেনি। তবে ধর্মীয় অবমাননার কথা বিবেচনা করলে বলা যায় , এটা শুধু আমাদের দেশেই নয় বহু উন্নত দেশেও অপরাধ হিসেবে গন্য করা হয় সমাজের স্থীতিশীলতা নষ্ট হবার আশংকায়। সেই অপরাধে তাকে বড়জোড় গ্রেফতার করে জেল/ জড়িমানা করা যায় ্কিন্তু দেশান্তরি করা কোনভাবেই নয়। জন্মভুমি প্রতিটা মানুষের জন্মগত অধিকার।সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করাটা পুরোপুরি অমানবিক ও বেআইনি।

৪| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

সাদা মনের মানুষ বলেছেন: নিরাপদ দেশ চাই বলেছেন: দেশান্তরি হবার মত কোন অপরাধই তসলিমা নাসরিন করেনি। তবে ধর্মীয় অবমাননার কথা বিবেচনা করলে বলা যায় , এটা শুধু আমাদের দেশেই নয় বহু উন্নত দেশেও অপরাধ হিসেবে গন্য করা হয় সমাজের স্থীতিশীলতা নষ্ট হবার আশংকায়। সেই অপরাধে তাকে বড়জোড় গ্রেফতার করে জেল/ জড়িমানা করা যায় ্কিন্তু দেশান্তরি করা কোনভাবেই নয়। জন্মভুমি প্রতিটা মানুষের জন্মগত অধিকার।সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করাটা পুরোপুরি অমানবিক ও বেআইনি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ

৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১০

ফাহিম মোল্লা বলেছেন: "তোমার র্স্পশে যদি এ শরীর জাগে
তুমি যে হও সে হও, কোন দ্বিধা নেই, শোবো"--তসলিমা
তসলিমা একজন নারী সমাজ সংস্কারক তো আপনার পরিবারে নারীকে কি এই শোয়া শুইর শিক্ষা দিতে রুচিতে বাধবে না ?
কোরআন কে অবমাননা করলে যে মানুষ গুলো আঘাত পায় সেই মানুষ গুলোকে মানবতার বানী শেখাতে আসে। আঘাত কোর কি অর্জন করা যায়? তার চিন্তার অসুস্থতা সেখানেই । মার্কস-ওঙ্গেল, মিল,টমসন নারীবাদি ছিলেন তার তো সমাদৃত ।
লজ্জা বইটা পড়েই বুঝে ছিলাম নষ্টামী তার অস্তি মজ্জায়, তার রক্তে, তার পরিবারে, তার চরিত্রে, তার চলনে, বলনে ...
তার চারিত্রিক দুর্বলতার জন্য তাকে বার বার পুরুষের কাছে পরাজিত হতে দেখেছি ।
অনেকেই জুম্মার নামাজ আদায় করে এমনকি দাড়ি-টুপি লেবাস ধারণ করে ৫ওয়াক্ত নামাজ আদায় করে তাতে কি তার কলবে শয়তান বাসা বেধে থাকতে পারে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৯

সাগর সাখাওয়াত বলেছেন: আমি তার মতের সাথে একমত নই তবে তার কথা বলার অধিকারের জন্য আমি বলব

৬| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

আবদুল মমিন বলেছেন: কারন বেগম রোকেয়া হতে পুরুষত্বের জায়গাটা একটুও ছাড়তে হয় নি, কিন্তু তসলিমা কে হয়েছিল ।[/sb

তসলিমা আর বেগম রোকেয়া কি এক স্রেনীর ? আগার তলা আর উগির তলা এক করা ঠিক নয় ।

অফিসে বস নামদারী লুজারদের কামনার বস্তু না হয়ে প্রতিবাদ করার কথা বলেছেন


তসলিমা নিজেই কিন্তু প্রী সারভিসার আটা তার বিভিন্ন লেখায় বার বার উঠে আসেছে ।

তাকে আবার আসতে দেয়া হোক ? আপনার দাবী দেখে আপাতত হাঁসতে থাকি ।

বেগক রোকেয়া বানিয়ে দিলেন :P

৭| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

মানিজার বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: নিরাপদ দেশ চাই বলেছেন: দেশান্তরি হবার মত কোন অপরাধই তসলিমা নাসরিন করেনি। তবে ধর্মীয় অবমাননার কথা বিবেচনা করলে বলা যায় , এটা শুধু আমাদের দেশেই নয় বহু উন্নত দেশেও অপরাধ হিসেবে গন্য করা হয় সমাজের স্থীতিশীলতা নষ্ট হবার আশংকায়। সেই অপরাধে তাকে বড়জোড় গ্রেফতার করে জেল/ জড়িমানা করা যায় ্কিন্তু দেশান্তরি করা কোনভাবেই নয়। জন্মভুমি প্রতিটা মানুষের জন্মগত অধিকার।সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করাটা পুরোপুরি অমানবিক ও বেআইনি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

সাগর সাখাওয়াত বলেছেন: সুন্দর বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.