নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

এক প্রান্তে লাল আরেক প্রান্তে সবুজ

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭


ইট কাঠ আর হাফ ভয়েলের শহরে কোথায় পাবো । যা দেখে সুঁই সুতোঁর শিল্পী নিজ হাতেই বুনেন সবুজ গ্রাম ’'



হেমন্তের শেষের দিকে ধানের চারাগাছগুলো র পাতায় কুয়াশা বসে,ধোঁয়াটে হয় জলরাশি । ফসলের মাঝে হাটু জলে মাছগুলো ছোটাছুটি করে । মাচাং দেওয়া হচ্ছে উঁচু ডিবিতে । কৃষক জমিনে আগাছা পরিস্কার করছেন আর গান গাইছেন । দোহাল তার সাইকেলের টুংটং বেল বাজিয়ে ছুটছেন গঞ্জের পথে । ডোরাকাটা/ধবল/কালো ছাগলের বাছুরগুলো খেলছেন মা ছাগলের চারিপাশে । খালের জলগুলো খড়কুঁটো/বাঁশের ভেলা বয়ে যাচ্ছেন মিলিত হবেন কোন নদীতে । পাড়ের দুধারে ধবল কাঁশফুলের ঘন জঙ্গল । এ জঙ্গলের ফাঁক ফোকরে শিয়াল রা রাত হলে ডেকে যায় । জোনাকির পেটে হলদে আলোগুলো সাথে যোগ দেয় ঝিঝিদের ছন্দ । অন্ধকারের রাজত্ব ।

কুয়াশার জল ভর করে মাকড়শার কারুকার্যের উপর , তার আবাস । কুয়াশায় মাকড়শার জালটি মনে হচ্ছে রুপার অলংকার । একদল চড়ুই/বাবুপাখি কিচিরমিচির করে মাতিয়ে যাচ্ছেন । খাল পাড়ের ঝোপে জন্ম নেয়া তালগাছের ডালে । প্রকৃতির এ সৌন্দর্য্য লুঁটোপুটি খায় । নববধূ'র মেহেদী কারুমন্ডিত হাতে নকশী পিঠা তুলে দিচ্ছেন সবার থালীতে । এত সুন্দর ছবির দৃষ্টপট যেন স্রগীয় কোন এক সৃষ্টির তীর্থ । মগডাল থেকে পুকুরে ঝাপ, স্কুল চুরি, কারো বাগানবাড়ীর আম,নারিকেলে হানা


কোন উঠতি মেয়ের শরীরের ভাঁজরেখায় উষ্ণতা খেলে । প্র্যতাশা ঘনীভূত নিশ্বাসে ঠোঁটের ব্যারিকেড । তালপাতায় চিঠি হাতে প্রেম নিবেদন কোন স্কুল পড়ুয়া ছেলে । নিষিদ্ধ যাত্রায় স্বপ্ন রা নামে ঘুমে । করে বিদ্রোহ চিৎকার নচেৎ বাসনা । সে এক পরিশুদ্ধ শিহরিত বক্ষযুগলে____________প্রথম স্পর্শ । একদিন এ আয়োজন ধুয়ে যাবে টিনের চালায় ঝুমবৃষ্টিতে । যাত্রা হবে কাঙ্খিত স্বর্গে নতুবা নন্দিত নরকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.