নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রিডম কথা বলতে ভালবাসি

ns

সাধারন মানুষ

ns › বিস্তারিত পোস্টঃ

অনুরোধক্রমে বিবেকবুদ্ধি মানুষ এর কাছে

১০ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:২৬

অনুরুদ আর প্রতিমা ভেঙ্গ না।
যতটা পারো আমার ঘড়,বাড়ি,সংসার সব ভেঙ্গে দাও।
কিন্তু মন্দির,প্রতিমা ভেঙ্গে দিও না।
ওটা ভাঙ্গলে যে আমাদের মনও ভেঙ্গে যায়। কষ্ট পাই,নীরবে কান্না করি।
সামনে পূজা,আমি নাহয় ঠাকুর প্রনাম করতে নাইবা গেলাম।
আমার ছোট ভাই বোন ছোট ছোট বাচ্চা দের কথা একটু ভেবে দেখোন তো!
ওদের তো সমস্হ আনন্দ এ দিনটাকে ঘিরেই।
ঠাকুর প্রনাম করবে,বাঁশি,কিনবে বিস্কুট কিনবে কতকিছুই না কিনবে।
তোমার স্বর্গ নিশ্চিত করতে গিয়ে কতটাই না কষ্ট পাবে ওরা।
পারবে ওদের ভেঙ্গে যাওয়া মন জোড় লাগাতে??পারবে না।
আমি/আমরা কি তোমাদের কেউ না??
আমরা কি পারিনা মিলেমিশে থাকতে??
তুমি কি নিশ্চিত?যে মন্দির ভাঙ্গলে তোমার স্বর্গ নিশ্চিত হয়ে যাবে ??
আর তাই যদি হয়,তবে যেসব দেশে পূজা হয় না,মন্দির নেই,মূর্তি তৈরি করে না তারা সবাই স্বর্গ পাবে? পাবে না তাই তোমাদের কাছে হাত জুর করে মিনতি করছি আমাদের ছোট ছোট ব্বাচাদের কথা ভেবে কোন বিশ্রিংখলার শিষ্টি করবেন না। মায়ের আগমনে সবার মংগল কামনা করছি সবাই ভাল থাকবেন। ণ্ডনাশ্রয়ে ণ্ডণময়ে মায়ের চরনে নমোহস্তুতে
♥♥♥♥♥♥♥জয় মা দূরগা♥♥♥♥♥♥♥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.