নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রিডম কথা বলতে ভালবাসি

ns

সাধারন মানুষ

ns › বিস্তারিত পোস্টঃ

অমানবিক জীবিকা

১৪ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:২২

অমানবাদিকার মানুষের জীবন
যে দেশ এ হাজারো মানুষ না খেয়ে জীবন যাপন করে, যে দেশের শিক্ষকদের অসচ্ছল ভাবেজীবন ধারন করতে হয়, যে দেশ এ একটি রুটির জন্য ৫ বছর এর ব্বাচা শিশু চোরি করতে বাদ্দ হচ্ছ যে দেশ এ মা, তার সন্তাণ এর খাবার জোগাতে রাস্তাই রাস্তাই ভিক্ষ্যা করে। জীবন যাপন করে থাকে,আর কি লিখব যা লিেখ কোন দিন শেষকরা যাবে না,তবে কি জানেন তার পর ও আমাদের লজ্রা করে না। যখন দেখি টাকার লোভে মানুষ কতটা নিচে নামে তখন সে মানুষ টি আর মানুষ থাকে না। সুরু হেয়েছে অমানুষিক জীবন যাপন,এর ও বিশেষ কারন আছে আমাদের বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ । ... কথা যে খানে মানুষ গুলির ভাগ্য প্রতিনিয়তই আবদ্ধ কারো না কারো হাতে চিংড়ি চাষে গ্রাস করে নিয়েছে সাধারন মানুষের ভাগ্য তাতে অবশ্য কিছু প্রভাবশালীর ভাগ্য পরিক্রমন মেশিন চালু করে নিয়েছে। তাই আজ আমাদের তরুন সমাজ কর্ম তাদের কাছে জিম্মি, আমাদের সমাজজীবন এত ই দারিদ্র্যতায় ভরে গেছে মানুষ এখন আর মানুষকে মানুষ মনে করে না তাই টাকার জন্য মানুষ কে টাকা দিয়ে যে কোন কাজ করাতে পারবেন। জীবন বাচাতে মানুষ কত কিছু ই না করে থাকেন,অভাব আমাদের বাংলাদেশ কে এমন ভাবে আকরে দরেছে, এখন যদি কেউ এর সমাধান করতে আসে সে নিজে ই সমাধি হয়ে যাবে,তার কারন কি জানেন মানুষ এখন আর মাটির মানুষ নেই পাথর এর মানুষ হয়ে গেছে মানব জীবন আজ রাঘব বোয়াল দের কাছে বন্দি। আমার জানা নেই আমাদের বাংলাদেশ এর থেকে কবে মুক্তিপাবে। জদি এর উওর কার জানা থাকে জানাবেন। 10/14/2015 (ফিড্রম ব্লগার)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:১২

চাঁদগাজী বলেছেন:

আচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.