নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রিডম কথা বলতে ভালবাসি

ns

সাধারন মানুষ

ns › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ রাজনীতি মনোভাব

২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:০৭

বাংলাদেশের রাজনীতি কি খমতায় টিকে থাকার লরাই না সমাজসেবা করা নাকি আসলে ক্ষমতার জন্য যুদ্ধ করা। নাকি ক্ষমতার অপব্যবহার করা। না সমাজের সুখ শান্তি নষ্ট করে মানুষের পেটে লাথি মেরে টাকা কামানো। মানুষ এর চিন্তার কোন শেষ নেই কিন্তু তার মদ্দে সবার আগে আমাদের মাথায় যে কাজটা আসে সেটা হচ্ছে লোভ কেনজানি আমাদের বাংলাদেশের মানুষের একটু বেশি হয়ে থাকে। লোভ মানুষকে অমানুষ করে দেয় তখন আর সে চিন্তা করে না সে কি করছে লোভ তাকে অন্দ করে দেয়। তখন আপনি কি করছেন না করছেন নিজেকে কি বলেছেন সমাজকর্ম এর ওপর আপনার দায়িত্ববোধ কত টুকু আবেগের ও আচরনের জীবন কর্মের স্বাভাবিকতা না অস্বাভাবিকতা বিচার বিশ্যাস কোনটা নির্ভর করছে। মানুষ ক্ষমতা পেলে মানুষ থেকে হয়ে যায় অমানুষ। এই কি সশস্ত্র মুক্তিযুদ্ধ এর চেতনাদান। ভাবতে খারাপ লাগে। আমাদের দেশ কত সুন্দর কোন কিছুর অভাব নেই অভাব শুধু একটাই সেটা হচ্ছে মানুষের মন আর চিন্তা ভাবনা। মানবিক সমস্যা বা আশা আকাঙক্ষার ওপর সর্গীয় নিয়ন্ত্রন ও প্রভাবের কথা অস্বীকার করেন। নিজের চেষ্টায় মানুষ নিজেকে ঈশ্বরের মত সাধারণ মানব পরিনত করতে পারেন না। কি লাভ এসব করে একদিন তো কিছুই থাকবে না। তখন আপনাকে আর কেউ মনে করবে না। মনে করবে আপনার কর্ম যে কাজের কর্মের ধারাতেই আপনাকে মানুষ মনে করবে। আর কথা আমার মনে পরলো সেটি হচ্ছে সমালোচনা করা আমরা বাংলাদেশিরা কোন কিছু না জেনে না বুজে মানুষের সমালোচনা করি সবচেয়ে খারাপ একটা কাজ কি বলবো লজ্জাজনক। মানুষ মানুষের স্বভাব জানা থাকলে আমরা অনেকেই অপরের সমালোচনা করা থেকে বিরত থাকতাম। মানুষের স্বভাব হল, যে যতো দোষ করক কেউ যদি সমালোচনা শুরু করে , অমনি তার মধ্যে একটা বিরুপ মনোভাব তৈরী হয়ে যায়। তৎক্ষনাৎ তার মধ্যে আত্মপর্শর সমাধর্মের স্পৃহা জাগে। নানা রকম সত্য-মিথ্যার যুক্তির জাল বুনে সে প্রমান করার চেষ্ট করে সমালোচক যা বলছে তা নিতাত্মই বাজে কথা। প্রতিবেশীর ছাদে তুষার জমলেও তা নিয়ে মাথা ঘামিয়ো না ,আগে মনোযোগ দাও নিজের দরজার দিকে, ওখানে কাদা আছে কিনা। ঈশর মানুষকে কতই সুন্দর মন দিয়ে পাঠিয়েছে এ দোনিয়াতে কিন্তু সময় এর সাথে সাথে মানুষ কেমন অমানুষ হয়ে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.