নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ও মায়ের ভালোবাসা

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫

এখন শরত কাল। আজ নীল আকাশে সাদা মেঘের ভেলার বদলে বাদলা দিনের বৃষ্টি। সাথে ঠাণ্ডা বাতাস। উপকূলীয় নিম্নচাপ শরতের প্রক্রিতিকে বদলে দিয়েছে আজ। অসুবিধা শ্রমজীবী মানুষের। যারা দিনে আনে দিনে খায়। বৃষ্টির দিনে তাঁদের কাজ থাকেনা বা তাঁরা কাজে যেতে পারেনা। আমি বৃষ্টিকে ভালবাসি। বৃষ্টির ঝরনা ধারা বয়ে চললে আমি জানালা দিয়ে তাকিয়ে থাকি। ঝুমুর ঝুমুর বৃষ্টির ছন্দে আমি হারিয়ে যাই আমার দুরন্ত শৈশবে। বৃষ্টির দিনে স্কুলের মাঠে ফুটবল খেলেছি। প্রচণ্ড জ্বর হয়েছিলো। মা আমার জন্য কেঁদেছেন। আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই। আমি জ্বরে কাতরাচ্ছিলাম। মা সারা রাত আমার জন্য ঘুমায় নাই। আমার মাথায় জলপট্রি দিয়েছে। আমার জন্য মান্নত করেছিল। আমি সুস্থ হওয়ার পর মায়ের সেকি খুশি। এখন আর বৃষ্টিতে বেশী ভিজি না। আর মা-ও আমার কাছে থেকে অনেক দূরে। শুধু মোবাইলে মায়ের সাথে কথা হয়। আমার ছেলেও আমার মতো দুরন্ত। সব সময় ছুটোছুটি করে। বৃষ্টি এলেই বারান্দায় গিয়ে খেলতে চায়, বৃষ্টিতে ভিজতে চায়। এখন মা আমাকে কিছু না বললেও, বলে সামিকে দেখে রাখিস। ও যেন বৃষ্টিতে না ভেজে। তাও আজও মা স্বপ্ন ও ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.