নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির ও আমার ভালোবাসা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

দুদিন ধরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। অফিস ছুটি হলেই বাসায় ফিরি। আজ দুদিন ধরে তাই জানালার প্রেমে পড়ে গেছি। বাদলা নিয়ে মনে মাদল হাওয়া। মুষলধারে বৃষ্টির দিনে জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। বাতাসে নারিকেল পাতার ঝিরঝির শব্দ। মন দোলা দেয় ভালবাসায়। খুঁজে বেড়ায় স্মৃতি। মনে রেখাপাত করে প্রিয় মানুষটির সান্নিধ্য। আলপনাতে ভালোবাসার নানা রঙ ছড়িয়ে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চায় সকল প্রেমিক-প্রেমিকা। সত্যি বৃষ্টি ভালোবাসার প্রতীক। বৃষ্টির ছন্দে মন উদাসী হয়। ও সখি, এই বাদলা দিনে আমি তোমাকে খুঁজি, হাতে হাত ধরে যেভাবে ভিজতাম দুজন পুকুরের চারপাশে। আবার বৃষ্টিতে পুকুরে নেমে ঝাপ দিতাম। বৃষ্টির সময় পুকুরের পানি গরম লাগতো। পুকুর পাঁড়ের লিছু গাছে উঠতাম। বড় ঐ আম গাছটার নীচে দাঁড়িয়ে ভিজতাম দুজন। বৃষ্টি ভেজা জামা শরীরে সেঁটে তোমার শরীরের অবয়ব ভেসে উঠত। আমি শুধু চোখ দিয়ে অপলক তাকিয়ে থাকতাম। তুমিও আমার বৃষ্টি ভেজা মসৃণ মুখের দিকে তাকিয়ে থাকতে। মনের না বলা কথাগুলো চোখের পলক দেখে বুঝে নিতাম। আমারও বুক চৌচির হয়ে যেত কিন্তু বলতাম না। তুমি ছিলে আমার পাশের বাড়ির কাছের মানুষ। যেদিন খুব বৃষ্টি পড়তো আমি তোমার কাছে না থাকলে তুমি দৌড়ে আমার কাছে আসতে। আমি গামছা দিয়ে তোমার মাথা মুছে দিতাম। নানা ছলছুতা করতে। একটা সাদা রুমাল সাথে করে নিয়ে আসতে। বলতে এই সাদা রুমালটাতে ফুল একে দাও। আমি ভালো আঁকতে পারতাম, এখনও পাড়ি। যখন রুমালটাতে ফুল আঁকাতাম। ওইটা শেষ হলে কাগজে নানা ফুল একে চাইতে। আমি বুঝতে পারতাম তুমি আসলে এখন যেতে চাইছনা। আগে হাতে রাঙানো কেনা মেহেদী পাওয়া যেত না। এই বৃষ্টির দিনে ওর কোমল হাতটা স্পর্শ করতে আমার খুব মন চাইলো। তখন বললাম, দাও তোমার হাতে আলপনা একে দেই। সে শুনে খুশি হয়ে সংগে সংগে হাতটা বাড়িয়ে দিলো। আমি ওর হাতটা মুঠো করে ধরে কলম দিয়েই আলপনা একে দিতাম। ওর ভালোলাগা বুঝতে পারতাম। আমার ছোট বেলা থেকে তার সাথে বেড়ে ওঠা আমার জীবনের বড় সঞ্চয়। তার সাথে বেড়ে না উঠলে আমি কখনই এতদূর আসতে পারতাম না। সে আমাকে শিখিয়েছে কথাবলা, সে আমাকে শিখিয়েছে চলাফেরা, আমার পোশাক পরা থেকে সব সে আমাকে শিখিয়েছে। আমি আজ মার্জিত। সময়ের আবর্তে হলেও এটার সূত্রপাত সেই ঘটিয়েছে। আমরা বাস করতাম একেবারেই অশিক্ষিত একটা বর্বর গ্রামে। বন্ধুরা চিন্তা করতে পারতো না একটা অশিক্ষিত গ্রামের মা-বাবার ছেলে কিভাবে এতো স্মার্ট থাকতে পারে? আজ প্রায় দশ বছর থেকে তাকে দেখিনা। এই বৃষ্টির দিনেই তাকে খুব মিস করি। তার ভালোবাসা আমার সারা জীবনের পাথেয়। আমি তার ও তার ভালোবাসার কাছে চীর ঋণী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.