নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

ঈদে বাড়ি ফেরা ও কিছু কথা.......।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৩

পুজো এসেছে। আর সামনে ঈদ। গত ঈদে বাড়ি যাওয়ার সময় গিয়েছি হানিফ ইন্টারপ্রাইজে। ঈদের একদিন আগে যাত্রা করেছিলাম। আর বিকাল ৪ টায় রংপুরের উদ্দেশে রওয়ানা দিলছিল গাড়ী। টাঙ্গাইল পাড় হয়ে আমরা একটু জ্যামে পরে গেলাম। আমি একটু নামলাম। দেখি অনেকগুলো গাড়ী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দুতিনটা গাড়ীর সামনে জটলা দেখলাম। দেখি মানুষের জটলা। গিয়ে দেখলাম, র্গামেণ্টেসে চাকরি করা পাঁচটা মেয়ে আর ১০-১২ জন ছেলে একটা ছোট পিকাপ ভাড়া করে আসছিলো। কিন্তু তেল নেবার কথা বলে টান দিয়ে গাড়ী ঘুরিয়ে পালিয়ে গেছে। এমনিতেই বেশী টাকা ভাড়া করে এসেছে এই গরিব মানুষেরা তাঁর পরেও তাঁদের ভাড়া নিয়ে কেটে পড়েছে পরিবহনের লোকেরা। টাকার কথা বড় না, তাঁরা গন্তব্যে পৌঁছতে পারবেনা এই আক্ষেপে ৪-৫ জন রাস্তায় কাদতে ছিল। বিষয়টা খুব অমানবিক লেগেছে। তাই পরিবহন সেক্টরের সাথে যারা যুক্ত আছেন তাঁদের বলছি- সারা বছর পরিশ্রম শেষে পরিবারের সাথে এই মেহনতি মানুষেরা ঈদ আনন্দ করতে যায়। কত আশা, কত স্বপ্ন গ্রামের চিরচেনা জায়গায় তাঁরা যাবে। সবার সাথে দেখা করবে, মা বাবা তাকিয়ে আছে তাঁদের দিকে ছেলে আসছে, কিন্তু এই আনন্দকে আপনারা সামান্য দু পয়সার জন্য বিলিন করে দেবেন না। কারো আনন্দ নষ্ট করে কেউ কোন দিন লাভবান হতে পারেনি। আশা করি, এই ঈদে সবাই নিরাপদে ঈদে বাড়ি ফিরতে পারবেন এবং পরিবহণ মালিকরা এই বিষয়টা উপলব্ধি করবেন, যেন আপনাদের সামান্য প্রতারনার শিকার হয়ে ঈদের মতো অনাবিল আনদ বিলিন হয়ে না যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.