নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অনেক রঙ

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮

ভালোবাসার অনেক রঙ
পায়না ভেবে কেউ
দেখলে তারে মনের কোণে
উথলে ওঠে ঢেউ।

সবকিছু শেষ করেও তবু
তারে করতে চায়যে আপন
পেছন ফিরে তাকায় না কেউ
কেমনে কাটবে আর সবার জীবন?

মনে ধরলে কারো রেহাই নেই আর
তারে চায়যে পেতে মন
ভালোবাসার ফুল ফোঁটাতে
সুযোগ খোঁজে যখন তখন।

সর্বনাশার জাল বুনে তবু
ভালোবাসার কাছে সবাই নত
এ যে এক ভয়ানক মাদক নেশা
হোক না বিপদ, হোক না হাজার ক্ষত।

মায়ার বন্ধন ছিঁড়ে গিয়ে তবু
মনের মানুষের হাত ধরে
অজানাতে পারি দিয়ে চলে
ছোট একটা কুটরি ঘরে।

ভালোবাসার আবেগ চলে
জলন্ত অগ্নি শিখার পথে
জেনেও তবু অবুঝের মতো সেই পথে ছোটে
যন্ত্রণা কষ্ট আর ধ্বংসের সাথে সাথে।

বুঝবে যখন, তখন ফেরার আর নেইকো সুযোগ
নেইকো কোন সংশোধনের উপায়
সারা জীবন ধরে এ শিখায় জ্বলতে হবে
যতই ভরা থাকুক দেহ, সোনা আর রুপায়।

শত্রুর সাথেই এক বিছানায় থাকতে হবে
মন না চাইলেও করতে হবে সঙ
এমনি জীবনের প্রকৃতি নিয়ে ছড়িয়ে আছে
ভালোবাসার অনেক রঙ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: মায়ার বন্ধন ছিঁড়ে গিয়ে তবু
মনের মানুষের হাত ধরে
অজানাতে পারি দিয়ে চলে
ছোট একটা কুটরি ঘরে।




কবিতায় +++

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৯

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ...

২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২১

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।

ভালো থাকবেন :)

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় । :)

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.