নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অনেক টান

২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ভালোবাসার অনেক টান
যায়না কভু ছাড়া
হাজার বিপদ সামনে দেখেও
দেয়যে তবু তাড়া।

গভীর রাতে দুর্গম পথ পেড়িয়ে
ছুটে যাই যে তার কাছে
পড়লে ধরা সর্বহারা
তবু যাব, ভাগ্যে যা আছে, আছে !

ঝোপের কাছে শেয়াল সেজে
ডাকে ভালোবাসার ডাক
সে ছুটে এসে জড়িয়ে ধরলে
ভুলে যায় সকল দুর্বিপাক।

রাস্তার পাশে কত দাঁড়িয়ে থাকি
সে কখন বুঝি আসে
তার মুখটা দেখলে প্রাণ জুড়ে যায়
হৃদয় আবেগে ভাসে।

তার জন্য তার বাড়ির পাশে অনেক
দাঁড়িয়ে থেকেছি নেহাত
সে একটু যদি উঠোনে বের হয়
তবেই হৃদয়টা হয় মাত।

তারে একবার যখন ছুয়েছি গায়ে
থাকতে পারিনা আর
মনে হয় যখন তখন যাই ছুটে যাই
তার বুকের ভিতর আবার।

দেখা হবে তার সাথে যেদিন
সেদিন ছটফট করে মন
তারে নিয়ে কি যে করি
হুঁশ থাকেনা তখন।

যখন তার শরীরে বাজাই বাঁশি
সে উন্মাদ আমার সুরের ঝঞ্ঝনায়
তখন বুঝিনা আমারা যাচ্ছি কোথায়
কোন আপন মহিমায়।

হঠাৎ যেদিন হারিয়ে গেলো
সে যে অনেক দূরে
তবু এই মনেতে বিশ্বাস করি
সে নিশ্চয়ই আসবে ফিরে।

জানিনা তবু কেমন করে
এরপরেও সে সুখে বেঁধেছে ঘর
সব অনুরাগ তুচ্ছ করে
সে আমায় করতে পারলো পর?

সামনে দেখলে সে চেনেনা
তার মনের একি বাহার
এতো দিনে সে বুঝিয়ে দিলো
দুনিয়াতে কে কাহার।

অথচ আমায় ছাড়া সে বাঁচবে না
এটাই ছিল তার সব সময়ের গান
সত্যি বাস্তবতার এই দুনিয়ায়
ভালোবাসার অনেক টান।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

এম মামুন কালাম আজাদ বলেছেন: +++

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ....।

২| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

এক দুর্বাসা বলেছেন: ভালো লেগেছে।শুভেচ্ছা রইলো কবি।

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৬

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: আপনাদের অনুপ্রেরণা.......... ধন্যবাদ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫

বাংলার নেতা বলেছেন: সামনে দেখলে সে চেনেনা
তার মনের একি বাহার
এতো দিনে সে বুঝিয়ে দিলো
দুনিয়াতে কে কাহার।



সত্যিই, কেউ কারো নয়।



ভাল লাগল!

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৫

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: াস্তবতার নিরিখেই আমার এই লিখনি.......। ধন্যবাদ.....।

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো । :)

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫০

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ.....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.