নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

তোমায় নিয়ে মনের ভিতর

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৮

তোমায় নিয়ে মনের ভিতর
পসরা সাঁজাই যত
চোখের আড়াল করে তুমি
লুকাও তোমার ভালবাসা তত।
তোমার যখন ইচ্ছে করে
আমায় ভীষণ দেখতে
ডাকো অতি সহজ ভাষায়
পারবে কি একটু আসতে?
ক্যান্টিনে বসে উদাস হয়ে
যখন তোমার দিকে তাকাই
ব্যস্ত তুমি অর্ডার নিয়ে
যেন আমি দৃষ্টি ঘুরে ফেরাই।
ওপাশ ফিরে তাকিয়ে তুমি
দীর্ঘ নিঃশ্বাস ছাড়ো যতো
বুঝতে পারি চাঁপা অনুভূতি
ভেতরে তোমায় করছে ক্ষত-বিক্ষত ।
সবার চোখে ধুলো দিয়ে
তুমি পথ চলতে পারো বেশ
যেন সুখী সুন্দর জীবন তোমার
একটু নেইকো দুঃখের রেষ।
মনটা তোমার ইস্পাতে গড়া
দেহটা এক ইট-পাথরে গাঁথা
কষ্টের হাতু্ড় দিয়ে আঘাত করলেও
তুমি দাঁড়িয়ে রয়েছ যেথা-সেথা।
তোমার মনের ইচ্ছা তোমায় যখন
তারা করে আমার কাছে আসতে
তুমি তখন পাগলছুটো হও
আমায় ভীষণ ভালবাসতে।
কাছে এসে অতি আনমনে হও
অবুঝের মতো রত হও যেন কি ভাবতে,
সববুঝে কাছে এসে তখন ইচ্ছা করে
ভালবাসা দিয়ে তোমায় পাগল করে তুলতে।
আমি বুঝি, যতই তোমার ইট-পাথরের শরীর,
একটু ছুঁলেই মমের মতো সব সমাধি-সলীল।
কিন্তু আমি যে খুঁজি তোমারি ইশারা.......
যেটা পেলেই আমি হবো দিশাহারা............
তোমারে বাসিবো, বাঁধিবো তোমারে পড়তে পড়তে
তিমির অন্ধকারে আলো ছড়াবো,
তোমার হৃদয়ের গ্লানি মুছে দিয়ে সব-
সিক্ত করে স্নিগ্ধতা ছড়াবো তোমার দুধে আলতা গায়।
তুমি শুধু হাতটা একটু দিলে বাড়িয়ে-
তোমারে জড়িয়ে আকাশের ঐ জ্যোৎস্না দেখিবো
পরশে পরশে মুগ্ধ মাতাল করিবো
তোমার চুলের ঘ্রাণে স্নিগ্ধ হবো এই মধু পূর্ণিমায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

কলমের কালি শেষ বলেছেন: মিষ্টি কবিতা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.