নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

চাঁদনী রাতে জোৎস্নায় মেখে

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯


কেউ জানতোনা সেকি অভাগীরে
কারো বেণীসুতোর মালা পড়ে
সে থেকেছিল তারে ছাড়া একলা ঘরে
কারণ, ভ্রমর যে প্রবাস দূরে!

যৌবন তার মাদক ভরা
কেউ সুযোগ পেলেই দেয় ইশারা
মনপাখিও তার যেতে চায়যে উড়ে
সুখ পরশের শহর ঘুরে!

একদিন ফোনে তার কান্না শুনি
আমি কি করেছি? আমারতো ধকফকানি
বলে,''কষ্টে সে সান্ত্বনা নয় দেয় গালি ধ্বনি
অথচ দুর একলা থেকেও আমি তার প্রহর গুনি''।

সান্ত্বনা দিতে তার দরজায় কড়া নাড়ি
ওমা! এ-তো অট্রালিকা বিশাল বাড়ি
টেবিলে তার সাজানো খাবার রকমারি
আমার যে জিভে জল, আমি কি না করতে পারি?

তার চোখে ভালোবাসার দৃষ্টি ঝরে
তার মুখের লাবণ্যতা উঠছে ভরে
শিহরে সে বলে, চলুন না ছাদের তরে
আকাশের জ্যোৎস্না দেখবেন মনটা জুড়ে।

ছাদে বিশাল সোফায় বসে ঐ জ্যোৎস্না দেখে
সে-যে উঠছে ক্রমেই ফিকে ফিকে
হটাৎ করে চমকিয়ে সে আমার বুকের পরে
চাপটে ধরে স্পর্শে নিজেকে পাগল করে
আমি যে পারিনি থামতে তারে এইরূপে দেখে
শক্ত হাতে চালিয়েছি বৈঠা চাঁদনী রাতে জোৎস্নায় মেখে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২১

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ।

শুভেচ্ছা নিবেন :)

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫১

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ..। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । :)

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৫

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ...। আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২১

রাশেদ আহমেদ শাওন বলেছেন: অসাধারণ

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.