নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

দুলেছি দোলনী দোলে

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

তার চোখে তারা দেখি
তার মনে ওরে সুখ পাখি
তার চোখে দেখি উঁকিঝুঁকি
তার বুকে বড় ধুকধুকি।
একদিন বিকাল
হল একি জঞ্জাল
হাতে ধরা এক গাঁদি ফুলে,
দরজায় নাড়ে কড়া
বুকে বড় ধরফরা
এসেছে কি সে কোন ভুলে?
চোখ তার অভিমুখে
কি যেন খুঁজে দেখে
দেখেছি কি তাকে কোন কূলে?
কথা নেই মুখে কারো
চুপচাপ জড়সড়
পারি যদি দিতে একটু আপায়ন তুলে !
না, না কিছু লাগবেনা
আরে..হোক না কফি খানা
তাহলে আমি বানাই, তুমি দাও সব খুলে।
কাজের সময়ে দুজনের হাতে হাত
মনে ভিরে করে যায় করাঘাত
শিহরিত হই তার রেশমি কালো খোলা চুলে।
জানিনা কখন কেমন করে
তাকে বুকে জড়ে ধরে
শয্যায় গিয়ে পাশাপাশি দুলেছি দোলনী দোলে।
সব সেরে কিচেনে ফিরে
অবশেষে কফি পুড়ে কালচিরে
দেখে মুখে তার চাঁপা হাঁসি উঠে ফুলে ফুলে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২২

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর কবিতা

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগছে কবিতা , শুভেচ্ছা

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.