নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

এমন বৈশাখের এক দমকা ঝড়ে

০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৭

সুন্দর করে নিপুন সাঁজে
সে এসেছিল কি যেন কাজে!
বুঝতে পারিনি আমার জন্য তার
মনে অনুরাগের বাঁশি বাজে।
বারান্দায় রকিং চেয়ারে বসে
দোলে দোলে নরিচরি
নীচে দেখি কে যেন দাঁড়িয়ে
কে গো তুমি রুপের পরী?
মুখটা তুলে উপড়ে তাকায়
আমি কি ভিতরে আসতে পারি?
আমি তো অবাক! কি করি না করি
ছুটে নীচে যাই তাড়াতাড়ি
ও বুঝেছি... আমায় দেখে হননি খুশি?
আজ মনটা দেখছি বেজায় ভারী,
তাহলে আমি কি ফিরে যেতে পারি?
দেখ, না বসেই চলে যাবে?
এটা কিন্তু বড়ই বাড়াবাড়ি।
ও আচ্ছা, তাহলে চলেন দেখি
আপনার বিলাসবহুল জমিদারি।
আমি বড়ই ভাবুক মানুষ
আমার দাঁড়ায় হয়না কোন, দিবসে উচ্ছ্বাস।
আপনাকে খুব মিছ করেছি সেদিন,
যেদিন ছিল পহেলা বৈশাখ।
আপনি কখনো বুঝতে চাননি,
এই মানুষটা একটু শান্তি পাক।
তার কথা শুনে মাথা নিচু করে
নিজের প্রতি নিজেই করি রাগ,
আমিতো জানি, তার হৃদয়ে কত রয়েছে ক্ষত
রয়েছে কত যন্ত্রণার দাগ।
এদিকে আকাশে ঘন মেঘ জমে জমে
বিদ্ধুৎ চমকিয়ে দিচ্ছে মেঘের ডাক
ধীরে ধীরে বাইরে থেকে আসছিলো
এক ঝরো বাতাসের হাক।
দরজা জানালা বন্ধ করে দিয়ে
দুজনের আড্ডা চলেছিল বেশ
ক্রমে ক্রমে আসছিলো তার মনে
আবেগে ভরা এক উদ্দীপনার রেশ।
চুপ থেকে থেকে তাকিয়ে চোখে
চোখ রেখেছে অনেকক্ষণ
সে মনে মনে কত গভীরে গিয়েছে
বুঝিনি আমি তারে তখন।
এদিকে আমিও যে তারে নিয়ে
ভেসে চলেছি মনের অজানা দ্বীপে
হৃদয়ের জলোচ্ছ্বাসে ভিজিতে তারে
ঢেউয়ের তালে উঠেছি ছেপে ছেপে।
সন্ধ্যা পেড়িয়ে রাত্রি পড়লো
হটাৎ বিদ্ধুৎ হয়ে গেলো বন্ধ
তিমির আঁধার রুমে ছেয়ে গিয়ে
সব হয়ে গেলো যেন অন্ধ।
উৎকণ্ঠায় নিরবে কিছুক্ষণ থেকে
মন যেতে চায় তার পাশে
তার মনেও যে বয়ে চলেছিল
সে আসবে আমার বুকের কাছে।
উঠে দাঁড়িয়ে সাহস করে যখন
আমি পা বাড়িয়েছি তার কাছে
যেতেই দেখি সে হাতরিয়ে
আমায় খুঁজে পায় তার পাশে।
অন্ধকারে তারে হাতে পেয়ে
সাহসাই বুকে নেই জড়িয়ে
সেও জড়িয়ে ঝড়ের মতো করে
আবেগে আমার বুকে বেড়ায় তাড়িয়ে।
তৃষ্ণার উত্তাপে হয়ে দিশেহারা
শরীর জুড়ে দিয়েছি যখন হানা
আমাতে উচ্ছ্বাসে সে পাগল হয়েছে,
উদ্দীপনার যন্ত্রণা পেয়েও তবু করেনি মানা।
এদিকে ঝড়বৃষ্টি থেমে গিয়ে যখন
চারদিক আবর্জনা আর পানি থৈ-থৈ
আমাদেরও ঝর থেমে গিয়ে ক্লান্ত শরীর
দেহের নিথরতা, যেন নেই কোন হৈ-চৈ।
হটাৎ করে বিদ্ধুতের ঝলকানিতে
রুমে যখন আলো চারদিকেতে ঝরে
চোখটা মেলে সে, আমায় একবার দেখে
চাপটে ধরে বুকে আবার মুখ লুকিয়ে পড়ে
বলি, এমন করে আবার এসো
খরতাপ চৈত্র মাসের পরে
তোমার আমার সঙ হবে তবে
এমন বৈশাখের এক কমকা ঝড়ে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.