নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিকদের কাছে খোলা চিঠি....................

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৩

মানুষ বেঁচে থাকে তাঁর সপ্ন নিয়ে আর ভালোবাসা পেয়ে। পরিবারের ভালবাসার অন্যতম ভিত্তি বাবা-মা, সমাজের ভালবাসার অন্যতম ভিত্তি একতা আর দেশের ভালোবাসার অন্যতম ভিত্তি সুস্থ রাজনীতি। দেশপ্রেম রাজনীতির অন্যতম অনুসঙ্গ । ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অসুস্থ রাজনীতির দাবানলে পুড়ে মরছে এদেশের সাধারণ মানুষ। ক্ষমতায় থাকাই যেমন রাজনীতির একমাত্র অনুষঙ্গ নয় তেমনি ক্ষমতায় যাওয়াও রাজনীতির একমাত্র অনুষঙ্গ হতে পারেনা। যারা রাজার নীতি পরিচালনা করে তারাই রাজনৈতিক দল। আমাদের আপামর সাধারণ মানুষ রাজনৈতিক দলের হাতেই তুলে দিয়েছেন তাদের আশা-আকাংখা। তাই রাজনীতিবিদদের অনেক বড় দায়িত্ব। প্রতিনিধিত্বশীল উদার গণতন্ত্র বিশ্বাস করেই এদেশের মানুষ আপনাদের পক্ষে ভোট দেয়। আপনাদের ভুলত্রুটির বিচার বিবেচনা করেই আমরা এদেশে ক্ষমতার পালাবদল করি। দুই রাজনৈতিক মেরুকে ভোট দেই। কখনো এক মেরু জেতে আবার কখনো অন্য মেরু। এদেশের মানুষ যে কোনটা ভালো আর কোনটা মন্দ বা কাকে ভোট দিতে হবে আর কাদের বর্জন করতে পারে তা মনে হয় আপনারা সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা ১৯৯১ সালের পর থেকে সাম্প্রত্তিক বছর গুলোতে ভালো করে বুঝেছেন। কিসের স্বার্থে কে কি রকম অন্যায় করছেন তা এদেশের জনগন সব বুঝে। আমাদের দেশের জনগণকে বোকা মনে করবেন না। আপনাদের উপর এখনও আমাদের সাধারণ মানুষের বিশ্বাস আছে বলেই তাঁরা সব কিছুর পরও কেবল আপনাদের দিকেই তাকিয়ে আছে। কারণ আমরা আপনাদের ভালবাসি। আমাদের ভালোবাসার প্রতিদান আপনারা অবশ্যই দিবেন। দলের চেয়ে দেশ বড় এটা মনে করে আমাদের জাতির স্বার্থে এদেশের জনগনের জন্য সকলে সম্মিলিত ভাবে ভালো কিছু করবেন। মসনদ দখল বা মসনদ আখরে ধরার জন্য জনগনকে জুজুর ভয় দেখাবেন না। কারন এটা আপনাদের মনে রাখতে হবে, আপনাদের নেতৃতেই এদেশের আপামর জনগন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলো। আপনারা এটা ভুলে যাবেন না যে, জনগণই সকল ক্ষমতার উৎস।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



চিঠি পেয়েছি।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৩৪

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.