নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

কবিতা.......।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:০৫

তোমারে বাসি যে ভালো

আমি তোমারে বাসি যে ভালো
ডুবেছিলাম তোমার হৃদয় প্রান্তরে
অনেক মধুর মুহূর্ত হারিয়ে
খুঁজেছিলাম তোমার চোখে আলো।
ঘৃণা অপমান লাঞ্ছনা সয়ে
গুরু স্বজনের অভিশাপ লয়ে
সবার ভালবাসা ফিরিয়ে দিয়েছি
চেয়েছি শুধু আমার বুকে একটু ভালবাসা জ্বালো।
তোমার জন্য সব হারিয়ে ভিখারি সেজেছিলাম
প্রাপ্তি বলতে শুধু তোমার ভালবাসা নিয়েছিলাম
কিন্তু তুমি আমায় ফিরিয়ে দিয়ে ভালবাসা দুমরে-মুচড়ে
ডাস্টবিনে পতিত করে আমায় করলে কালো।
আমার নিভু প্রানে আবার আলো জ্বালালাম
তোমার দেয়া কষ্টের চাপে ক্রমেই স্মৃতি হারালাম
এরই মধ্যে কে-যে আমার হৃদয়ে কড়া নেড়ে নেড়ে
শ্রম দিয়ে আমারে সে নিজের করে নিলো।
তোমার ভালবাসার তৃষ্ণার বেগ তার তরে করে পতিত
সব ভুলে যখন জীবন-বাস্তব নিয়ে অবিরত
দেখি তুমি পিষ্ট হয়ে আমার দুয়ারে এসে হোচ্ছ নত
কিন্তু আমি তো চাইনি তুমি অন্য স্রোতে গাঁ ভাসিয়ে চলো।
আসলে তোমার শেষ হয়েছে ভালবাসার মেলা
এখনও তুমি আমায় নিয়ে করো লুকোচুরি খেলা
সময় আমারে দূরে ঠেলে দিলেও তুমিতো বোঝনি আমায়
বোঝনা আজও, কতটা তোমারে বাসি যে ভালো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:১৬

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগলো কবিতা ।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:০৭

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ........

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৫:৩৭

শুভ্র বিকেল বলেছেন: বেশ লিখেছেন!

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:০৮

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ.......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.