নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেটে জয়ের নির্মল আনন্দই হোক দেশের জন্য ভালোবাসার এক শিক্ষা।

১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫০

ক্রিকেটের জন্ম হয়েছিলো এই ইংল্যান্ডে। এই ইংল্যান্ডকে হারিয়েই আজ বাংলাদেশ কোয়াটার ফাইনালে। হরতাল, অবরোধ, পেট্রোল বোমা আর অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মাঝেও বিশ্বকাপ ক্রিকেটে শ্বাসরুদ্ধকর জয় এদেশের মানুষকে দিয়েছে এক নির্মল আনন্দ। সবাইকে যে প্রতিদিন ভালো খেলবে এটা ঠিক নয়। কিন্তু কাউকে না কাউকে জ্বলে প্রতিদিন উঠতেই হবে। না হলে জয় সম্ভব নয়। সকল প্লেয়ারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ক্রিকেটে জয়ের এই ধারাবাহিকতা বজায় রয়েছে। এই দিক থেকে বাংলাদেশ নিঃসন্দেহে একটা ভালো দল। আসলে আমরা এদেশের মানুষেরা ইচ্ছা করলে সব করতে পারি। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে সবাই আমরা জাতীয় স্বার্থে এক হতে পারি। অতীতের ঘৃণা, বিদ্বেষ ভুলে গিয়ে দেশের শান্তির চেতনায় আমরা প্রতিহিংসা পরিহার করতে পারি। যদি মনে করি, দেশের সব কিছু ঠিক আছে, চলমান সহিংসতা সকল অচলবাস্থার জন্য দায়ী, তাহলে আসুন না আমরা তাদের ভুল গুলো ধরিয়ে দেই। যদি মনে করি দেশের এই অচলবাস্থার জন্য ৫ জানুয়ারির অবৈধ নির্বাচন দায়ী- তাহলে আসুন না আমরা তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে চলমান কোন নতুন ব্যবস্থা বা ফর্মুলা আছে কিনা তা চিন্তা করি বা তাদের বোঝাতে সক্ষম হই। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। ক্রিকেট জয়ের এই নির্মল আনন্দের মধ্যদিয়ে দেশের জন্য ভালোবাসার এক মৌলিক শিক্ষা। এতকিছুর পরও আমাদের দেশের দামাল ছেলেরা দেশকে কত উঁচুতে নিয়ে গেছে। আর আমরা যারা রাজনীতিক তাঁরা কি পারিনা ক্ষমতার মোহ ত্যাগ করে দেশকে ভালোবাসায় আচ্ছাদিত করতে? আমরা কি পারিনা সহিংসতার রাজনীতির পরিহার করে শান্তি ও উন্নয়নের রাজনীতি করতে? খেলায় আজকের এই নির্মল আনন্দই রাজনীতিকদের দেশের জন্য ভালবাসায় ব্রতি করে তুলবে নির্বিশেষে। আসুন না এর থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি। কারণ আজকের নির্মল আনন্দ কেবলই দেশের ক্রিকেট তারকাদের দেশের জন্য ভালবাসারই এক মৌলিক শিক্ষার পরিচয় বহন করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.