নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

কবিতা.......।

২৬ শে মার্চ, ২০১৫ রাত ২:২৬

যন্ত্রণার প্রতিকার

এস.এম সাথী বেগম
সাইদুর রহমান

আগুন আগুন খেলবে আমার সাথে
আমাকে পোড়াবে ইচ্ছে মত,
যদি তাই ভেবে থাক
বল না একবার
তোমাকে সুখী করতে
ভিতরে আগুন জ্বালাবো শতবার।
আমায় পোড়াতে গিয়ে
পুড়েছে তোমার মন
অথচ ভেবেছিলে এই দাহ- শিখায়
পুড়তে পুড়তে দেহ অঙ্গার করে
আমায় যন্ত্রণায় রাখবে সারাক্ষণ।
তুমিতো পুড়েছ নিজেই
তোমার দেয়া আগুনের পাতা ফাঁদে
অথচ এই উনুন ভরা আগুন নিয়ে
তোমায় খেলতে নিষেধ করেছি
তোমায় সাবধান করেছি প্রতিবার।
জানি, আজ নিয়তি তোমার বড়ই কঠিন
সমাজে তুমি উপহাসে- পরিহার
কেবল আমি এ আগুন নেভাতে পারি
করতে পারি তোমার যন্ত্রণার প্রতিকার।

(কবিতাটির ১ম ছয় লাইন লিখেছেন এস.এম সাথী বেগম আর পরের চৌদ্দ লাইন সাইদুর রহমান)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ২:৩৬

কালের সময় বলেছেন: ভালো লাগলো কবিতা ।

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৬

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.