নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

কবিতা.........।

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৭

ক্রিকেটে, হবে তোমাদেরই পরাজয়

কে আর কাকে হারায়
যদি না সে হারে
তবু তাঁরে হারাতে
চেষ্টা করে বারে বারে।
যখন ক্রিকেটের মাঠে তার
শুরু হলো খেলা
বিশ্ব যে দেখল
এক ভেলকির ভেলা।
যদিও বিজয়ের হাতছানি
তারে ইশারায় ডাকে প্রতিবারে
তবু তারে হারালো
গোপন এক অভিসারে।
পাতা ফাঁদ পেতে পেতে
করবে আর কত উন্নতি?
আজ তোমার অপেক্ষায়
কেবল এক নির্মম নিয়তি।
নিজের অশুভ শক্তি নিয়ে-
আমাদের বিজয় ছিনিয়ে-
মুখে হাসি কি তোমাদের শোভায়?
যদিও বা হেরেছি
মনে আমরা জিতেছি
আনন্দে আমরা পবিত্র বেদনায়।
তোমরা হেরেছ
আমাদের বিপক্ষে জিতেছ?
বিবেকের কাছে যদি
তোমাদের থাকে এই সংশয়
ক্রিকেটে আজ সিডনীর মাঠে
হবে তোমাদের পরাজয়।

২৬ মার্চ, ২০১৫ সকাল- ৯.২০ মিনিট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.