নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

কবিতা নয়, একটি গল্প- যোগ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

যোগ

এক সকাল বেলার স্নিগ্ধ ক্ষণে
অনেক ভীরে রেল স্টেশনে
তার চোখে আর আমার চোেখ
হয়েছিলো এক অন্তঃদৃষ্টির যোগ ।
সে হঠাৎ করেই আড়াল হলে-
খুঁজিয়ে তাঁরে দিশে হারিয়ে-
অবশেষে ক্লান্ত মনে ফিরে,
গাড়িতে উঠে গিয়ে ছিটে বসে পড়ে,
আমার আকাংখার হারিয়ে গেল ঝোঁক।
পরে......................................
উদাসে, সামনে ফিরে চোখে তাকাতেই
এক পলকে দিশেহারাতেই
আশ্চর্য হই, বসে এ সেই মানবী লোক।
এরপর....................................
একটু করে শুরু করি কথা-
খুঁজি, কি আছে তার মনে গাঁথা?
ধীরে ধীরে কথার ফুলঝরিয়ে, মন মাতিয়ে
তার স্বপ্ন ভালোবাসা দেখি হাতিয়ে
আবেগের শিহরনে ভরিয়ে তুলি
তার বন্ধ হৃদয়ের দরজা খুলি
গড়ে তুলি মনে একটু অনুযোগ।
তারপর..................................
মুঠো ফোনে হয় দিন রাত কথা
ঘুরি তাঁরে নিয়ে যেথা-সেথা
আমার জন্য, আঁকে মনে তার নকশি কাঁথা
একটু আড়াল হলেই, শুরুহয় তার বুকে ব্যথা।
অবশেষে..................................
গোধূলির এক আঁধার লগ্নে
বাসন্তী শাড়ীর সাঁজ-বসনে
তার সাথে হয়েছিলো আমার যোগ
তার সুধা পানে সরস হয়েছি
মধু আহরণে মৌমিত হয়েছি
তার যৌবনের করেছি রাজভোগ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

বিজন রয় বলেছেন: বাব্বা! প্রাপ্ত বয়স্ক কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ...।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

মাসুদ মাহামুদ বলেছেন: :P :P :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ...।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার ;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

সাইদুর রহমান প্রামাণিক বলেছেন: অসাধারণ.......... গল্প না কবিতা। ভালো লেগেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো । আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.