নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭

অশুদ্ধ কাঁটার দহন

ধার্মিক বিশুদ্ধতায় ফোঁটা ফুল তুলতে গিয়ে
অশুদ্ধতার কাঁটার দহনে শরীরে বিষ ছড়িয়ে
সৃষ্টিশীল মানসিকতার মৃত্যুর দ্বার প্রান্তে
এক সাহসী মানুষও হয়ে উঠেছিলো জীবন্ত লাশ।
সেই ফুলে একটা শুদ্ধ কুড়িও ফুটেছিল
মায়ার বাঁধনে আঁকড়ে ধরে কেঁদেছিল
অসতী, বিষক্রিয়ায় ভরা খরতাপের ফুলও
হতে চেয়েছিল এক দরিদ্র কৃষকের সোনালী আঁশ।
বাসী ফুল শুধু চেয়ে থাকে এক দেবতার নিরবতায়
কংক্রিটের ভেতর পলিমাটি কাঁদে দহনের বিষণ্ণতায়
রুপান্তরের পদার্থ পূর্বাবস্থায় ফিরতে মরিয়া হয়ে ওঠে
সৃষ্টিশীলতার প্রান ফেরাতে করে চলে অনুভূতির চাষ।
সেই সাহসী মানুষের নিথর দেহ গর্জে ওঠে
অন্যত্র শুদ্ধতার বীজ বপন করে এক পদ্ম ফোটে
বুঝেছে সে, বিষধর কাঁটার দহনে জীবন ধরে জ্বলার চেয়ে
পবিত্র বেদনাকেও সঙ্গী করে অনেকে সাম্রাজ্য ছেড়েছে
জীবন মধুর করেছে গিয়ে নির্জন বনবাস।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন, ভালো লাগলো +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.