নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

কবিতা- ‍দুপুরের রাত

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৫

দিনের আকাশে ঘনকালো মেঘ
অন্ধকারে ঢাকা চারপাশ
সাথে বয়ে চলা বাউরি বাতাসের
এমন এক ‍দুপুরের রাতে
আমাকে চাই তোমার।
ছাদে দাঁড়িয়ে ঐ মেঘের বিশাল আকাশে
তাকিয়ে- মুগ্ধ তুমি নৃত্য করবে
এলোমেলো বাতাসের ঝটকায়
আমার মুখে এসে পড়বে তোমার কেশ
তারপর তোমার বৃষ্টি লাগবে
আমায় নিয়ে অনেকক্ষণ ভিজবে তুমি
ভিজে শিহরিত হয়ে সিক্ত হবে
মাদকতায় আপ্লুত হয়ে টেনে নিয়ে যাবে রুমে
নিয়ে যাবে তোমার বৃষ্টি ভেজা অবয়বের দিকে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৭

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

কবি হাফেজ আহমেদ বলেছেন: আজকের আবহাওয়াই তো তাহলে সেই দুপুরের রাত। বৈশাখীতে এমন রাতের খুব দেখা মিলে। আপনার স্বপ্ন পূরণ হোক সেই শুভ কামনা রইলো।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.