নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ লেখক। এখানে কিছু শিখতে চাই এবং কিছু লিখতে চাই।

saif sakib

সত্যের গান গাই

saif sakib › বিস্তারিত পোস্টঃ

আকাশ কেনো নীল

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০

এটি একটি রম্য রচনা, একসময়ের জনপ্রিয় ফ্যান ট্যাবলয়েড সিগনালে আমার এই লেখাটি ছাপা হয়েছিল। সামুর পাঠকদের জন্য লেখাটি এখানে তুলে ধরলাম।

বর্তমান যুগ বিজ্ঞানের চরম উন্নতির যুগ। চারিদিকে শুধু বিজ্ঞানের জয়-জয়কার। কিন্তু বরাবরের মতো এই বিজ্ঞানেও বাংলাদেশ অনেক পিছিয়ে। তাই আমি একজন বাংলাদেশী বিজ্ঞানী ও গবেষক হয়ে আর বসে থাকতে পারলাম না। কোমরে গামছা বেঁধে নেমে পরলাম, আকাশ নীল দেখায় কেন তা উদঘাটন করতে। অবশেষে পায়ের ঘাম মাথায় উঠিয়ে আবিষ্কার করলাম এর কারণ। আসলে আকাশ নীল ছিল না, ছিল সাদা। এখন প্রশ্ন হলো, সাদা থেকে নীল হলো কিভাবে?
আমরা সবাই কম বেশী সাদা পোশাক পরিধান করি। সাধারণত সাদা কাপড়ে নীল দিলে তা আরো সুন্দর ও উজ্জ্বল দেখায়। তাই আমরা সাদা পোশাকে নীল (ব্লু) দেই। আপনারা খেয়াল করে থাকবেন যে, এই নীল বেশি দিন স্থায়ী হয় না। এই নীল যায় কোথায়? আমরা যখন নিজেদের জামা পরিধান করে বাইরে বের হই তখন সূর্যকিরণ এই নীল শোষণ করে এবং তা গিয়ে লাগে আকাশে। প্রতিদিন হাজার হাজার, লাখ লাখ লোক সাদা জামা পরিধান করে। আর তা শোষণ করে আকাশে লাগতে লাগতে সাদা আকাশ নীল রং ধারণ করেছে।পৃথিবীর বয়স পাঁচশ' কোটি বছর। এতদিনে সাদা আকাশ নীল হয়েছে। হয়তো আরো পাঁচশ' কোটি বছর পর নীল আকাশ গাঢ় নীলে রূপান্তরিত হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এতদিনে সাদা আকাশ নীল হয়েছে। হয়তো আরো পাঁচশ' কোটি বছর পর
নীল আকাশ গাঢ় নীলে রূপান্তরিত হবে।

............................................................... বাস্তবতা কতটুকু ?

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

saif sakib বলেছেন: বাস্তবতা মোটেই নেই। এটা একটা রম্য রচনা।

২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ, জানলাম।

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

কে ত ন বলেছেন: তার মানে আর এক হাজার কোটি বছর পর আকাশের রং হবে কুচকুচে কালো?

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

saif sakib বলেছেন: এক হাজার কোটি বছর পর আকাশ দেখার মতো কেউ যদি পৃথিবীতে থাকে, তাহলে হয়ত হতেও পারে

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা

বিভিন্ন জেনোম আবিষ্কারের কথা মনে পড়ে গেল!!!! ;)

রম্য মন্দ নয় :-/ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.