নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ লেখক। এখানে কিছু শিখতে চাই এবং কিছু লিখতে চাই।

saif sakib

সত্যের গান গাই

saif sakib › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন বাঁধে বুকে

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

কাঁচি হাতে কৃষক চলে
শস্য ক্ষেতের পানে।
পাকা ফসল তুলবে ঘরে
স্বপ্ন ভরা মনে।

চোখ জুড়িয়ে যায় কৃষকের
সোনার ফসল দেখে,
পাকা ধানে গোলা ভরে
স্বপ্ন বাঁধে বুকে

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা ।
সোনার ফসল ঘরে তুলে
দিয়ে খেটে ঘাম
সোনার ফসল বেচতে গেলে
কৃষকের নেই দাম ।

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

saif sakib বলেছেন: ঠিক বলেছেন। কৃষকরা বঞ্চিত সবসময়।
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাঁচি হাতে কৃষক চলে
শস্য ক্ষেতের পানে।
পাকা ফসল তুলবে ঘরে
স্বপ্ন ভরা মনে।

...................................................... কৃষক মানে স্বপ্ন

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

মাকার মাহিতা বলেছেন: .
.
.
.
.
.
সেই স্বপ্ন লালন করে
শত কষ্টের মাঝে
তৃপ্তি নিয়ে ফসল ফলায়
সকাল সন্ধ্যা সাঝে।

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

saif sakib বলেছেন: সুন্দর হয়েছে।

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার!
বাংলাদেশ ৬৫ ভাগ কৃষি নির্ভর দেশ।সোনার ফসল তুলতে তুলতে কৃষকের ঘাম ঝরে যায় কিন্তু ন্যায্য মূল্যটা সে পায় না।

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

saif sakib বলেছেন: ঠিক বলেছেন। কৃষকরাও ন্যয্যমূল্য পায়না আবার সাধারণ মানুষও কম মূল্যে পায়না। মাঝখানে লাভ হয় অসাধু ব্যবসায়ীদের।

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.