নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ লেখক। এখানে কিছু শিখতে চাই এবং কিছু লিখতে চাই।

saif sakib

সত্যের গান গাই

saif sakib › বিস্তারিত পোস্টঃ

কেয়ামত অতি নিকটে

১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

কেয়ামাত অতি নিকটে! কবে? তা কেউ জানেনা। একমাত্র আল্লাহ তা'আলাই জানেন কেয়ামাত কবে সংঘটিত হবে। তবে হাদীসের মাধ্যমে আমরা কেয়ামাতের কিছু আলামাত জানতে পারি। এই আলামাতগুলো পর্যালোচনা করলে বোঝা যায়- কেয়ামাত অতি নিকটে। আসুন দেখি আমাদের সমাজে প্রচলিত কিছু কেয়ামতের আলামত-
* সম্ভ্রান্ত ব্যক্তিদের বিলুপ্তি ও মূর্খদের জনপ্রিয়তা বৃদ্ধি, অশ্লীলতা বৃদ্ধি পাওয়াঃ
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- ঐ সত্তার শপথ- যার হাতে আমার প্রাণ নিহিত! কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না অশ্লীলতা ও কার্পণ্যতা বৃদ্ধি পাবে, বিশ্বস্তকে ঘাতক এবং ঘাতককে বিশ্বস্ত মনে করা হবে, সম্ভ্রান্ত ব্যক্তিদের বিলুপ্তি ঘটবে, মূর্খদের জনপ্রিয়তা ও মাতব্বরি বেড়ে যাবে। (মুস্তাদরাকে হাকিম)
বর্তমানে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা বা খেলোয়াররা যে সম্মান পান একজন শিক্ষিত স্কুলের মাস্টার বা কলেজের প্রফেসর কী সেই সম্মান পান?
* পিতাকে পর ও বন্ধুকে আপন মনে করাঃ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমীযি শরীফের একটি দীর্ঘ হাদিসে কেয়ামতের অনেকগুলো আলামত বর্ণনা করা হয়েছে। তারমধ্যে একটি হল- পিতাকে দূরে ঠেলে বন্ধুকে আপন মনে করা।
আমরা দেখি অনেক ছেলে-মেয়ে তাদের জীবনের ছোটোখাটো বিষয় তো বটেই অনেক বড় বড় ক্ষেত্রেও বন্ধু-বান্ধবের পরামর্শকে প্রাধান্য দেয় পিতা-মাতার পরামর্শের চাইতে। অনেক মানুষের পিতা-মাতার সাথে ব্যবহার জঘন্য অথচ তারাই বন্ধু-বান্ধবের সাথে ব্যবহারে অমায়িক। পিতাকে সহযোগিতার চাইতে বন্ধুর উপকারে আজকাল মানুষ বেশি ব্যস্ত।
* পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির পদাঙ্ক অনুসরণঃ
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমরা পূর্ববর্তী পথভ্রষ্ট জাতিসমূহের হুবহু অনুসরণ শুরু করবে। তারা যদি এক হাত সামনে গিয়ে থাকে,
তোমরাও যাবে। এক গজ পেছনে গিয়ে থাকলে, তোমরাও তাই করবে। এমনকি তারা যদি কোন সাপের গর্তে প্রবেশ করে, তোমরাও সাপের গর্তে প্রবেশ করবে। জিজ্ঞেস করা হল- ইহুদী-খৃষ্টানদের মত? নবীজী বললেন- তা না হলে আর কাদের মত?
কাযী ইয়ায রহ. হাদীসের ব্যাখ্যায় লেখেন, এখানে গজ, বিঘা ও সাপের গর্তে প্রবেশ বলে পরিপূর্ণ অনুকরণের দিকে ইঙ্গিত করা হয়েছে। (ফাতহুল বারী)
ইহুদী- খৃষ্টানদের পরিপূর্ণ অনুকরণ বলতে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক কিংবা তাদের আবিষ্কৃত পণ্যদ্রব্য ব্যবহার উদ্দেশ্য নয় বরং তাদের পোশাক-পরিচ্ছদ, সমাজ -সংস্কৃতি, অশ্লীলতা, নোংরামি, সুদযুক্ত অর্থনীতিতে অবাধ লেনদেন ইত্যাদির অনুকরণ উদ্দেশ্য করা হয়েছে।
জন্মদিন, মৃত্যবার্ষিকী, বিবাহ বর্ষিকী, থার্টিফাস্ট নাইট এগুলোও ইহুদী-খৃষ্টানদের কৃষ্টি-কালচার; যা আমাদের দেশে বহুল প্রচলিত।
* স্বল্প কাপড় পরিহিতা মেয়েদের আত্মপ্রকাশঃ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- দুই প্রকার জাহান্নামী সম্প্রদায় এখনো আমি দেখিনি, ১) ষাঁড়ের লেজ সদৃশ চাবুক দিয়ে মানুষকে প্রহারকারী অত্যাচারী সমপ্রদায়। ২) আবেদনময়ী বস্ত্র-বাহী নগ্ন নারী সম্প্রদায়। আবেদন সৃষ্টি করতে তাদের মাথাগুলো একপাশে ঝুঁকিয়ে দেবে। তাদের মাথাগুলো উটের কুঁজের মত উঁচু দেখাবে। এসব নগ্নপ্রায় মহিলা কখনো জান্নাতে প্রবেশ তো দূরের কথা; জান্নাতের সুঘ্রাণও তাদের কপালে জুটবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ তো এত এত দূর থেকেই অনুভব করা যায়। (মুসলিম)
* সুশিক্ষার অভাব ও ব্যাপক মূর্খতার প্রসারঃ
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- নিশ্চয় কেয়ামতের পূর্বমুহূর্তে (ইসলামী) জ্ঞান উঠে যাবে এবং সর্বত্র মূর্খতা ছেয়ে যাবে। (মুসনাদে আহমাদ)
অন্যত্র বলেন- এমন এক কাল আসবে, যখন মানুষ জানবে না -নামায কি! রোজা কি! সাদাকা কি! (তাবারানী)
বর্তমান বিশ্ব অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও টেকনোলোজিকাল বিষয়ে খুব এগিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোও। কিন্তু দু:খজনক হল, এ সমস্ত বিষয় যেমন দিন-দিন উন্নত হচ্ছে তার বিপরীতে দ্বিনী শিক্ষার হার ততই কমছে। আজকে পাঁচ বছরের শিশুও স্কুলে কম্পিউটার চালাতে শেখে। কিন্তু কয়জন ইউনিভার্সিটির স্টুডেন্ট জানে, কি কি ভুলের কারণে নামাযে সাহু সেজদা দিতে হয়।
এরকম আরো অনেক কেয়ামতের আলামত রয়েছে যা আমাদের সমাজে ব্যাপক হারে পরিলক্ষিত হচ্ছে। যেমন, স্ত্রীকে সন্তুষ্ট করে মাকে অসন্তুষ্ট করা।মিথ্যা সাক্ষ্য দেয়া ইত্যাদি।
কেয়ামত হবে। কেয়ামতের আলামত প্রকাশ পাবে। এটা স্বাভাবিক | তবে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমদের থেকে এই ধরণের কিছু প্রকাশ না পায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


কেয়ামত কবে, আল্লাহও জানার কথা নয়; তবে, উনি যদি আইবিএম'এর সুপার কম্প্যুটার কিনে থাকেন, আনুমানিক, প্লাস/মাইনাস ২/৪ বিলয়ন বছরের কাছাকাছি সময় বের করতে পারবেন।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

saif sakib বলেছেন: মানুষের তৈরি কম্পিউটার দিয়ে যদি কেয়ামতের ২/৪ বিলিয়ন বছরের কাছাকাছি সময়ে পৌঁছা যায় তাহলে মানুষকে সৃষ্টি করেছেন যেই সত্তা তার জন্য কেয়ামত কবে হবে তা জানাটা খুবই সম্ভব এবং যৌক্তিক। অবশ্য এটা যৌক্তিক তার জন্য যে আল্লাহ কে স্রষ্টা ও সর্বজ্ঞানী হিসেবে বিশ্বাস করে।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
কেয়ামত কবে, আল্লাহও জানার কথা নয়; তবে, উনি যদি আইবিএম'এর সুপার কম্প্যুটার কিনে থাকেন, আনুমানিক, প্লাস/মাইনাস ২/৪ বিলয়ন বছরের কাছাকাছি সময় বের করতে পারবেন।


হা হা হা---
জটিল হইছে।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: আমি ছোট থেকেই শুনে আসছি কেয়ামৎ অতি নিকটে .....

আমার যখন বয়স ৯ আমার নানী লন্ডন গেলেন গল ব্লাডার স্টোন সার্জারী করতে। ফিরে এসে বললেন, কেয়ামতের দেরী নাই ঐ দেশের বেটি গুলাম থাকে নাঙ্গা আর পুরুষগুলাম কোট টাই এ ঢাকা ঢুকা ! কলিকাল .. কেয়ামতের আর দেরী নাই।

দাদী বললেন উনার এক ছেলে বউ নিয়ে মায়ের সাথে ঝগড়া করে চলে গেলো অন্য বাড়িতে যখন, পৃত্থিবী ধ্বংশ হতে আর বেশিদিন নাই। পোলা কিনা মা থেকে বউ এর কথায় চলে! ইন্নিনিল্লাহে .....

এক চাচীর পর পর তিনটা মেয়ে হলো। কিছুতেই ছেলে হয় না তখনও শুনেছি বুয়ার মুখে কেয়ামতের সন্নিকটকালে নাকি মেয়ে এতই বেড়ে যাবে ছেলেরা মেয়েদের ভয়ে গাছে চড়ে থাকবে আর মেয়েরা গাছের তলায় বসে থাকবে যেনো তারা তাদের গাছ থেকে টুপ করে পড়ে যাবার আশায় বসে থাকবে। ছোটবেলায় মনে হয়েছিলো তাইলে কি ছেলেরা তখন আম কিংবা কাঁঠাল বনে যাবে!!!

যাইহোক এই কেয়ামৎ আসতে আর কত দেরী ভাইয়া!

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

saif sakib বলেছেন: শায়মা আপুর কথাটা ঐ সমস্ত লোকদের মতই হয়েছে যারা নবী এবং সত্যবাদীদের বলতো- তোমরা শুধু আযাবের কথা বলো, কেয়ামতের কথা বলো। কোথায় তোমাদের আযাব? কবে হবে তোমাদের কেয়ামত? কোরআন শরীফে তাদের কথা বলা হয়েছে - তারা বলে কখন বাস্তবায়িত হবে সেই ওয়াদা (কেয়ামত) যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? (সূরা ইয়াসিন)।
আল্লাহ তায়ালা তাদের জবাব দিয়েছেন - তারা তো শুধু অপেক্ষায় আছে একটি প্রচন্ড আওয়াজের যা তাদের পাকড়াও করবে। তখন তারা ঝগড়ায় লিপ্ত থাকবে। (সূরা ইয়াসিন)।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের যে সমস্ত আলামত বলেছেন তার অনেকগুলোই ঘটে গেছে। অনেক গুলো ঘটতেছে। বাকী গুলোও ঘটবে এবং কেয়ামত হবে।
অবশ্য এসব কথা তাদের জন্য যারা আল্লাহ ও তাঁর রাসূলকে বিশ্বাস করে।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

খায়রুল আহসান বলেছেন: শুধু কেয়ামতের ভয়ে নয়, আপন মৃত্যুর কথা স্মরণ করেও মানুষের উচিৎ সৎকর্ম করা এবং অসৎকর্ম থেকে দূরে থাকা।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

saif sakib বলেছেন: ঠিক বলেছেন।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

নীল আকাশ বলেছেন: শায়মা বলেছেন: আমি ছোট থেকেই শুনে আসছি কেয়ামৎ অতি নিকটে .....
আমার যখন বয়স ৯ আমার নানী লন্ডন গেলেন গল ব্লাডার স্টোন সার্জারী করতে। ফিরে এসে বললেন, কেয়ামতের দেরী নাই ঐ দেশের বেটি গুলাম থাকে নাঙ্গা আর পুরুষগুলাম কোট টাই এ ঢাকা ঢুকা ! কলিকাল .. কেয়ামতের আর দেরী নাই।
দাদী বললেন উনার এক ছেলে বউ নিয়ে মায়ের সাথে ঝগড়া করে চলে গেলো অন্য বাড়িতে যখন, পৃত্থিবী ধ্বংশ হতে আর বেশিদিন নাই। পোলা কিনা মা থেকে বউ এর কথায় চলে! ইন্নিনিল্লাহে .....
এক চাচীর পর পর তিনটা মেয়ে হলো। কিছুতেই ছেলে হয় না তখনও শুনেছি বুয়ার মুখে কেয়ামতের সন্নিকটকালে নাকি মেয়ে এতই বেড়ে যাবে ছেলেরা মেয়েদের ভয়ে গাছে চড়ে থাকবে আর মেয়েরা গাছের তলায় বসে থাকবে যেনো তারা তাদের গাছ থেকে টুপ করে পড়ে যাবার আশায় বসে থাকবে। ছোটবেলায় মনে হয়েছিলো তাইলে কি ছেলেরা তখন আম কিংবা কাঁঠাল বনে যাবে!!!
যাইহোক এই কেয়ামৎ আসতে আর কত দেরী ভাইয়া!
- আপু আপনি জটিল একটা মন্তব্য করেছেন। ;) অফিস শেষ, বাসায় যাবো, মনে হয় সারা রাস্তায় হাসতে হাসতে যাবো! :P
এই লেখা নিয়ে কি জানি বলব? ভুলে গেছি শায়মা আপুর লাইন গুলি পড়ে........... :((

৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: ৬. ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯ ১

Mysterious Mystery বলেছেন: রাজিব নুর ও চাদগাজি এই দুইটার ভেতরে মুনাফেক ও মুশরেকের লক্ষন আছে আগে থেকেই এখন আপডেট হইতে হইতে কাফের ইয়াহুদি হইয়া গেছে, নাস্তিক আর সেক্যুলার দুইটা, খুব তারাতারি বুঝবি তরা ইসলাম, আল্লাহ ও নবি নিয়া গাফেল থাকার করুন পরিনতি,, যখন পশ্চাৎদেশে ব্যাম্বু খাবি। আর শায়মার কথা কি কমু ও আর মতো নারিরাই জাহান্নামে বেশি হইবো।


নীল আকাশভাইয়া আমার কথা শুনে হেসেছেন আর আমি এটা শুনে হাসছি! আমি জাহান্নামে যাবো এটা Mysterious Mystery এই পীরভাইয়া আগে থেকেই জেনে গেছেন! এত বড় ভবিষ্যৎবক্তা ভাইয়ামনিটা। তবে ভাইয়া অনেক রেগে আছেন বুঝাই যাচ্ছে মন্তব্যে! গ্রামেও এমন অনেক ফতোয়াবাজ মোল্লাদেরকে নাটক আর সিনেমায় দেখেছি যারা কোনো কথা না বুঝেই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে! দোররা মানে! :(

তবে ভাইয়া একটা কথা আমার মাথায় প্রশ্ন আসলো আর তা জানতেই এই কাঁঠমোল্লার মত খেপে যাওয়া কেনো!!! B:-)

যাইহোক সাইফভাইয়া আমি বলতে চেয়েছিলাম এই কেয়ামৎ আসন্ন, এসেই গেছে এটা অনেক আগে থেকেই শুনে আসছি আমি।
প্রতি যুগে যুগেই মানুষ আইলোরে আইলোরে করছে। আইলো আইলো না করে কি করলে মানুষের ভালো হবে, ধর্মের কোন বাণী কিভাবে পালন করতে হবে সেসব শিখানোই কি ভালো ছিলো না? এত ভয় দেখিয়ে, কান পাকড়ে ভালো কাজ করাবার কি দরকার!

খায়রুল আহসান বলেছেন: শুধু কেয়ামতের ভয়ে নয়, আপন মৃত্যুর কথা স্মরণ করেও মানুষের উচিৎ সৎকর্ম করা এবং অসৎকর্ম থেকে দূরে থাকা।


খায়রুলভাইয়ার মন্তব্য দেখো কেয়ামৎ কেয়ামৎ করে ভয় দেখানোর কি মানে? কেয়ামতের আগেই অনেক মানুষ মারা যাচ্ছে। তারা কেয়ামৎ না দেখেই মৃত্যু বরণ করছে। তারা কি ভালো কাজ করবে না? কেয়ামৎ অনেক দূরে বা কাছে কেউই যেমন বলতে পারে না তেমনি মিস্টেরী ভাইয়াজানও বলতে পারেনা কে কি কারণে জাহান্নাম যাবে। জাহান্নামের ফতোয়া দেওয়ার রাইট তাহার নাহি! অবশ্য উনি পীর টীর হলে দিতেই পারেন। :)

যাইহোক আমার মতে কেয়ামৎ কেয়ামৎ করে ভয় না দেখিয়ে, মৃত্যুর ভয়ও না দেখিয়ে একটা সুন্দর জীবন যাপনের জন্য, দশের ভালোর জন্য এবং তারপরে ইহকাল ও পরকালের ভালোর জন্য কি করা উচিৎ মানুষ হিসাবে তা শেখা ও অন্যকে শিখতে বলা উচিৎ। নয়তো মৃত্যুর পর আজাবের ভয়ে ভালো কাজ করবো ব্যাপারটা একটু স্বার্থপর টাইপ হয়ে গেলো না!

যাইহোক, সাইফ ভাইয়া আমার কমেন্টে তোমার জবাবটা প্রশ্ন সম্পর্কিত হয়নি। আমি জানতে চেয়েছি এই কথা সেই আদিকাল থেকে শুনে আসছি । আরও কতকাল শুনবো জানা নেই .... কাজেই কেয়ামতের ভয় না দেখিয়ে ধর্মে কি কি ভালো কাজ করতে বলা হয়েছে সেটা দেখাও, সেটা শোনাও। তানা তুমি মুখস্থ বুলি আউড়ে দিলে যার ব্যাখ্যা আসলে তোমার জানা নেই।

যাইহোক তুমি তোমার বলার কথাগুলো শেয়ার করেছো আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করেছি। তাতে এত খেপে যাবার কিছু নেই। খেপে গেলে সবাই হাসবে। যেমন আমি হাসছি।

অনেক ভালো থেকো তোমরা দুজন ভাইয়ামনিরা! :)

৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

ফেইরি টেলার বলেছেন: সাইফ সাকি - খুব গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন, এজন্য এ ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসা
চাঁদগাজী - আপনি হয়ত বিশ্বাস থেকে বলেছেন , কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মহাকাশ অত্যন্ত বিপজ্জনক একটি স্থান, যেকোন সময় ক্র্যাকডাউন করতে পারে । সাধু সাবধান !
শায়মা - শুধু ভালো কথায় যদি অপরাধ নির্মুল করা যেত তাহলে কিন্তু দেশে আইন,আদালত পুলিশ এসবের দরকার হতো না । আপনি নিশ্চই চান না একজন ধর্ষক কিংবা একজন খুনি তার কৃতকর্মের জন্য কোনপ্রকার শাস্তি ভোগ না করে সদর্পে সমাজে বিচরণ করুক ।

আর কেয়ামত সন্নিকটে বলতে মানব সভ্যতার শেষ সময়কে বোঝানো হয়ে থাকে , তার মানে ২০/৩০ বছরেই কেয়ামত চলে আসবে ব্যপারটি তেমন নয়

মিসটেরিয়াস মিসটেরি - আমার ভাই ,স্বয়ং মুহাম্মদ (সা) কেও বিদ্রুপকারীরা আহত করার চেষ্টা করত, আর মুহাম্মদ (সা) হাসিমুখে তাদেরকে সুজোগ দিতেন , যুক্তি খন্ডন করতেন । কখনো বিরক্ত বা রাগান্বিত হতেন না, সবাইকে ভালোবাসতেন

৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

ফেইরি টেলার বলেছেন: মন্তব্য প্রতিমন্তব্যগুলো বেশ মজার :D

৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: ফেইরী টেলার ভাইয়া তাই বলো...
আমিও সেটাই বলছি মানব সভ্যতার শেষ সময় বলতে সেই কবে থেকেই শুনছি তার মানে ২০/২৫ বছর নয় অথচ সাইফভাইয়া এমন করে বললো, মনে হলো যে এই কয়েক মাসের মধ্যেই আকাশ ভেংগে পড়বে। :(

যাইহোক আই লাইক ইওর নিক ভাইয়া। আর তোমার নিকটা দেখে আমার একটা মজার ফেইরী টেল মনে পড়লো! :)

চিকেন লিকেন

যাইহোক মিস্টেরী ভাইয়াকে বকা দাও। ও আমাকে জাহান্নাম যেতে বলেছে! :(

তাকে ঐ বুড়িটার গল্প শুনাও যে রোজ নবীজীর পথে কাঁটা ফেলে রাখতো। তাইলে তার সুবুদ্ধি হতে পারে! :)

১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

ফেইরি টেলার বলেছেন: সাইফ সাকিব আসলে ভুল কিছু বলেননি ভাইয়া, কেয়ামত যেকোন সময়ই সংঘটিত হতে পারে ! আমরাই মানব সভ্যতার শেষ উত্তরাধিকারী, তাই কেয়ামত ১০০০ বছর পরও হতে পারে, আবার ৫০/৬০ বছরেও হয়ে যেতে পারে ।

নিক লাইক করার জন্য খুশি হয়েছি আপু তোমার নিকটাও খুব চমৎকার

মিস্টেরী ভাইয়ার কলিজায় আঘাত লেগেছে আপু, সেজন্য কষ্ট থেকে এমনটা বলেছে , তুমি স্যরি বলো দেখবে তিনি তোমাকে বোন বলে আবার কাছে টেনে নিবেন

আর ইউ টিউব লিংকটা কাজ করছে না

১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=HiN13GDX5wA

এই নাও লিঙ্ক......

কাছে টেনে নেবেন!!!!! কি বলো ভাইয়া!!!

নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবে ! :P

১২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

ফেইরি টেলার বলেছেন: খুবই শিক্ষনীয় ভিডিও ভাইয়া , পুরো একমত - " চেক বিফোর ইউর এক্ট " । আমিও একটি শিক্ষনীয় ভিডিও দিচ্ছি, পুরোটাই দেখবে । আমি প্রশ্ন করে যাচাই করব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.