নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

সাপ সম্পর্কে কল্পকথার জবাব!

১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯

সাপ সরীসৃপ প্রাণী। শুধুমাত্র এন্টার্কটিকা মহাদেশে এখনো সাপ পাওয়া যায়নি। জানামতে, এখন পর্যন্ত সাপের ১৫টি পরিবার, ৪৫৬টি গণ এবং ২৯০০টিরও বেশি প্রজাতি রয়েছে। এদের কেউ বিষাক্ত আবার কেউ বিষহীন। আবার বিষধর সাপেরা তাদের বিষকে আত্মরক্ষার চেয়ে শিকারকে ঘায়েল করতেই বেশি ব্যবহার করে থাকে। এই সাপ নিয়ে প্রচলিত রয়েছে বিভিন্ন ধরনের কল্পকথা বা বিশ্বাস। যুগযুগ ধরে চলে আসা কল্পকথাগুলো এখনও আমাদের সমাজে বিরাজমান। এসকল কল্পকথা নিয়ে গড়ে উঠেছে অনেক নাটক সিনেমা। এসব কল্পকথাকে আবার সত্য বলেও মনে করেন অনেকে। আজ সাপ নিয়ে এমনই কিছু কল্পকথার সত্যতা উন্মোচন করার চেষ্টা করব।

প্রচলিত কথা: সাপ দুধ পান করে! আবার দুধ পানের জন্য গোয়াল ঘরের গাভীকে পেচিয়ে ধরে ওলান থেকে দুধ পান করে!

সত্যতা: সাপ পানি পান করে। দুধ পান করেনা। তারা দুধ ভালভাবে হজম করতে পারেনা। সরীসৃপের জীবন দুধের সাথে সম্পৃক্ত নয়। এদের কোন দুগ্ধক্ষরা গ্রন্থিও নেই। তাই দুধ খাওয়ার প্রশ্নই আসেনা। তবে তীব্র পানি পিপাসায় সামনে প্রাপ্ত যেকোন ধরনের তরল খাবার; যেমন দুধ পান করতে পারে। আবার গরুর ওলান ফাটলে অনেকে বলে থাকেন সাপ কামড়ে ফাটিয়েছে। কিন্তু বাস্তবতা হল ওলান ফাঁটে মাসটাইটিস নামক রোগ হলে।


প্রচলিত কথা: কাল নাগিনী সাপের বিষে লক্ষ্মীনদরের মৃত্যু!

সত্যতা: কাল সাপ বা কাল নাগিনীর কথা শুনলে সকলেই ভয়ে আতকে উঠতে পারেন। এই সাপের বিষে লক্ষ্মীনদরের মৃত্যু হয়েছে! সত্য কথা হল এই সাপের কোন বিষ নেই।

প্রচলিত কথা: সাপ যখন অনেক বৃদ্ধ হয় তখন দাঁড়ি গজায়!

সত্যতা: গ্রামাঞ্চলে এই কথাটি অনেক প্রচলিত আছে। পুরাতন বসতভিটায় নাকি দাঁড়িওয়ালা সাপ ঘুরে বেড়ায়! কিন্তু বাস্তবতা হল সাপ সরীসৃপ প্রাণী। এদের সমস্ত শরীরে চুলেরই অস্তিত্ব নেই। আর দাঁড়ি থাকার তো প্রশ্নই আসেনা।

প্রচলিত কথা: সাপের মাথায় মণি!

সত্যতা: সাপের মাথায় মণি থাকে। যেটি পেলে যে কেউ প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবে। তবে এটি অসম্ভব। ভারতীয় পৌরাণিক কাহিনীই মূলত এই শ্রুত কথাটির জন্ম দিয়েছে।

প্রচলিত কথা: সাপকে আঘাত করলে সে আপনাকে মনে রাখবে ও প্রতিশোধ নিবে!

সত্যতা: মনে রাখবেন সাপ প্রতিহিংসাপরায়ণ প্রাণী নয়। তাছাড়া তার ছোট্ট মস্তিষ্ক দিয়ে আপনার কথা মনেও রাখতে পারবেনা। বাংলাদেশি ও ভারতীয় ক’জন পরিচালক এই ভ্রান্ত ধারণার উপর অনেক চলচ্চিত্র তৈরি করেছেন।

প্রচলিত কথা: দুই মাথাওয়ালা সাপ! অর্থাৎ লেজের দিকে আরেকটি মাথা আছে!

সত্যতা: এই কথাটি প্রচারের জন্য প্রধানত সাপুড়েদেরকে দায়ী করা যায়। একবার এক সাপুড়েকে দেখেছিলাম এমনটি বলতে। সে এ ধরণের একটা সাপও নিয়ে এসেছিল, যার লেজের দিকে আরেকটি মাথা আছে। কিন্তু ভালভাবে পর্যবেক্ষণ করে দেখেছিলাম তার লেজটা স্ফীত হলেও সেটায় মাথার কোন চিহ্নই নেই। মূলত তারা দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্যই এমন কথা বলে থাকে।

লেখক: সাইফুল ইসলাম, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

মোঃ হৃদয় শেখ বলেছেন: ভালো লাগল পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: অভিনন্দন আপনাকে।

২| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: +

১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৩

রিকি বলেছেন: কল্পকথার ব্যাখ্যাগুলো ভালো লাগলো। :)

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৪| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩২

মানুষ বলেছেন: ভালো ব্লগ

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো পোস্ট। তবে এইসব বিশ্বাস করে মানুষ আনন্দ পায়। আনন্দ নিয়া থাকতে দেন। বাচ্চারা যদি রুপকথা বিশ্বাস না করে, তাইলে রুপকথাও ওদের কাছে পাইনসা মনে হবে। :P

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমিও রূপকথা খুব পছন্দ করি। এখনও পড়ি রূপকথার গল্প।
বাচ্চারা যদি রুপকথা বিশ্বাস না করে, তাইলে রুপকথাও ওদের কাছে পাইনসা মনে হবে।- ভাল লাগল। আগে ভেবে দেখিনি।

৬| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৪

সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনাকে স্বাগতম।

৭| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

ইমরান আশফাক বলেছেন: কাল নাগনী সাপের বিষ নেই নাকি?

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: প্রাণিবিজ্ঞান তো তাই বলে।

৮| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০

আলম৪৩৪ বলেছেন: ব্লগে আপনাকে পেয়ে ভাল হল, একটা প্রশ্ন ছিল, কি কেমিক্যালটা রাখলে গরে সাপ ডোকেনা, কিভাবে রাখতে হয়, কোথায় পাওয়া যায়, একটু বিস্তারিত জানালে উপকৃত হতাম।
গ্রামে আমার রান্না ঘরটা পুকুরেে পাশে হবার কারনে প্রায় সময় রান্না ঘরে সাপ ঢোকে, অনেক সময় ব্যাঙ ধরার জন্য ও ডোকে থাকে।
প্লিজ জানাবেন সাপ থেকে মুক্ত হবার উপায়.

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে। সাপ তাড়ানোর জন্য ফেনল বা কার্বলিক এসিড কাঁচের বোতলে রেখে মুখ খুলে ঘরের কোনায় রেখে দিবেন। বিভিন্ন কেমিকেলের দোকান, উপজেলা হাসপাতাল (মানুষের), হোমিও ঔষধের দোকান ইত্যাদি স্থানে খোঁজ নিতে পারেন। শ্রীঘ্রই সাপ নিয়ে একটি লেখা দিব আশা করি।

৯| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: মজার ইতিহাসের সরল যুক্তি ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.