নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

তারানা হালিমের কয়েক সেকেন্ডেই শিশু হত্যা!

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

প্রায় ১৫-২০ দিন যাবৎ ফেজবুক বন্ধ আছে। এটা নিয়ে অনেক লেখালেখিও হচ্ছে। এরই মধ্যে কয়েকদিন আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম অত্যন্ত ভাবাবেগ সমৃদ্ধ একটি লেখা লিখেছেন। যেটি বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়ে আসছে। তিনি কি লিখেছেন, কেন লিখেছেন বা তার লেখায় যে ক্ষমা প্রার্থীতার বিষয়ে কেন লিখেছেন তা নিয়ে কিছু বলছি না। তবে একজন প্রতিমন্ত্রী কিভাবে একটা ভুল তথ্য দিলেন সেটা নিয়ে একটু লিখতে বসলাম। পরীক্ষার চাপে লেখাটা লিখতে একটু দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।

প্রতিমন্ত্রী লিখেছেন, ‘‘আরেকটি ঘটনা বলি, পুলিৎজার পুরস্কার পাওয়া এক চিত্রগ্রাহক একটি ছবি তুললেন ক্ষুধার্ত এক শিশু এবং তার মুখোমুখি একটি শকুনের। ছবি হিসেবে অসাধারণ। তার সামনে ২টি বিকল্প ছিল- হয় তিনি ছবিটি তুলবেন, নয়তো শিশুটিকে দ্রুত তুলে নিয়ে নিকটবর্তী হাসপাতালে যাবেন। তার কাছে প্রথম বিকল্পটি আকর্ষণীয় মনে হলো। তিনি তুললেন অসাধারণ ছবিটি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে শিশুটি মারা গেল”।

শিশুটি কয়েক সেকেন্ডের মধ্যে মারা গেল!- এই তথ্যটি উনি কোথায় পেলেন তা কি কারো জানা আছে? আমার স্বল্প জ্ঞানে তা জানা নেই।

আসুন, শকুন ও শিশুটির সেই ছবিটা নিয়ে একটু ইতিহাস ঘাটি:

উইকিপিডিয়া থেকে জানা যায়, ছবিটি ক্যামেরাবন্দী করেছিলেন কেভিন কার্টার। যেটি ২৬ মার্চ ১৯৯৩ সালে ভাইরাল হয়। উইকিপিডিয়াসহ কোথাও লেখা নেই বাচ্চাটা মারা গেছে কিনা? সেই একই ঘটনার ছবি আরো অনেকে তুলেছিলেন। তারাও শিশুটির মৃত্যুর কথা বলেননি। অনেক নিউজ সাইটেই পড়লাম, শিশুটির বাবা-মা কিছু দূরে ফিড সেন্টার থেকে খাবার সংগ্রহ করছিলেন। হয়তো তারা বাচ্চাটিকে নিয়ে গেছে। কিন্তু কোথাও বাচ্চাটি সেকেন্ডের মধ্যে কেন কয়েক ঘন্টা পরও মারা যাওয়ার কথা লেখা নেই।

তাহলে প্রতিমন্ত্রী কেন বাচ্চাটিকে মেরে ফেললেন? এটা আমার বোধগম্য নয়। হতে পারে লেখায় আবেগ বৃদ্ধি করতেই তিনি এমনটি করেছেন।

যাক ভাই, বড় মানুষের কথা বলেই কথা। আমার মত ক্ষুদ্রজনের বিজ্ঞজনের ভুল ধরা বেয়াদবীরই শামিল।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

অতঃপর হৃদয় বলেছেন: ফেসবুক খোলা হোক।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনার সাথে একমত।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

মাহমুদা আক্তার সুমা বলেছেন: কোন কারন না দেখিয়ে এক্ষনি খোলা হোক, হোক, হোক।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনার সাথে একমত।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

মাধব বলেছেন: ভালো পর্যবেক্ষণ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

কল্লোল পথিক বলেছেন: আমিও আপনার মত জানতাম
কিন্তু তারানা যে এই গল্প কই পেল?

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

সাইফুল১৩৪০৫ বলেছেন: সেটাইতো আমারো প্রশ্ন।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: প্রতিমন্ত্রী মানুষ - নতুন পিডিয়া খুলে ফেলছে হয়তো, নতুন ইন্টারনেটও ব্যবহার করেছে মনেহয়। আর না হলে তথ্যবাবাপিডিয়া তো আছেই। সহজ রহস্য! =p~

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: তথ্যবাবাপিডিয়া! : =p~ এটায়তো খুঁজিনি। তাহলে সেখানেই আছে। ধন্যবাদ নতুন পিডিয়ার খোঁজ দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.