নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

আমায় ঠকিয়ে কি তারা বিল্ডিং ওঠাবে?

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

ইন্টার্নশীপের সময় সৈনিক ক্লাব (চেয়ারম্যান বাড়ি, ঢাকা) থেকে লাইভস্টক রিসার্চ ইন্সটিউট ( LRI) যাওয়ার সময় এক ভদ্রলোক (মনে হয়েছিল চাকুরিজীবী) বলছিলেন যে তার ৭০ হাজার টাকা হারিয়ে গেছে। এখন তার বাড়ি যাওয়ার টাকা নাই। তাই আমার কাছে ৭০ টাকা চেয়েছিলেন। আমার আবার বেশিকিছু ভাবার নাই। বললাম আমার কাছে আছে ১০০ টাকা। পরে লোকটা আমার ৮০ টাকা নিয়েছিল।

আজ এক মেয়ে। ভাইয়া আমি ১০০ টাকা নিয়ে বের হয়েছিলাম। টাকাটা হারিয়ে গেছে। ১০ টা টাকা দিলে গাড়ি ভাড়া দিতে পারতাম। দিলাম ১০ টাকা। মেয়েটা বলে গেছে ভাইয়া পরে দেখা হলে টাকাটা দিয়ে দিব (টাকা লাগবে না। কথাটা শুনেই খুশি হলাম। :D)।

হতে পারে আমায় এরা ঠকায়। ঠকাক না! । যদি ঠকিয়ে থাকে তাতে কি? আমার টাকায় আমিই বিল্ডিং তুলতে পারি না, ওরা তুলবে কিভাবে?

তবে ঠকানোর বিষয় যেন না হয়। এটাই যেন সত্য হয় যে তারা বিপদেই পড়েছিল। আর যদি ঠকাচ্ছে ভেবে সহায়তা না করি, কিন্তু সত্যিই তারা বিপদের শিকার হয়েছে তবে আমার সামর্থ থাকাতেও সহায়তা না করায় তাদের বিপদের মাত্রা আরো বেড়ে যাবে। তাই নয় কি?

মানুষ হয়ে মানুষের কল্যাণে অগ্রসর হতে চাই। কিন্তু সাধ আছে সাধ্য নাই।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: যদি ঠকিয়ে থাকে তাতে কি? আমার টাকায় আমিই বিল্ডিং তুলতে পারি না, ওরা তুলবে কিভাবে? দারুণ বলেছেন।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

মেজদা বলেছেন: এভাবে টাকা চাইলেই দিতে বাধ্য নই। সব ভেল্কীবাজ

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমারও মনে হয় ভেল্কীবাজ। কিন্তু আমায় ঠকিয়ে তারা বিল্ডিং তুলতে পারবে না। কারণ আমায় টাকায় আমিই----। কিন্তু ভয় হয়। সত্যই যদি তারা বিপদে পড়ে থাকে!

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

ঢাকাবাসী বলেছেন: আমরাই দুনিয়াতে সবচাইতে অসৎ মানুষ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

সাইফুল১৩৪০৫ বলেছেন: হমম।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


নিজের অনুভুতি দিয়ে যতটুকু বুঝেন, সেটাই সঠিক

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

সাইফুল১৩৪০৫ বলেছেন: ঠিক এই বিষয়টা দিয়েই তাদের বিশ্বাস করে যাই। যদি আবার সত্যিই তারা বিপদে পড়ে থাকে। অবশ্য কিছু খারাপ লোকের জন্য সত্যিকার বিপদে পড়া লোকেরাও সাহায্য থেকে বঞ্চিত হয়।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

বিপরীত বাক বলেছেন: বিল্ডিং না।
দালান-কোটা-অট্টালিকা বানাবে। পরধন হস্তগত করার চেয়ে আর কিছু মজার আছে নাকি এই দেশে?



ঢাকাবাসী বলেছেন:
আমরাই দুনিয়াতে
সবচাইতে অসৎ মানুষ।

সহমত।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: সহমত। একশ্রেণীর লোক আছে সামান্য পরিশ্রম করে খেতে চায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.