নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

কলায় HIV নয় ইমাম হোসেন (রাঃ) এর রক্ত! আমীন বলবেন কী?

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৩

♣গুজব♣
কিছুদিন ধরে দেখছি ওকলোহামার ওয়ালমার্ট থেকে কলা কিনে খেয়ে কয়েকটি বাচ্চা HIV (এইডস) তে আক্রান্ত হয়েছে!

কলায় নাকি HIV পজিটিভ রক্ত ইনজেক্ট করা হয় এবং পরে সেই কলা সুস্থ মানুষ খেলে HIV আক্রান্ত হয়!

কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। তবে অনলাইন সার্চ করলে এমন ছবি পাবেন। CNN এও এমনটি বলা হয়েছে!

CNN এর বিষয়টাও ফেইক। তবে অবিকল CNN এর লোগো ব্যবহার করে কিছু ওয়েবসাইটে নিউজটি পরিবেশন করা হচ্ছে। অবশ্য আমাদের আমজনতাকে বিশ্বাস করাতে CNN লাগে না। ফেইজবুক আর রেডিও অমুক তমুকের পেজই যথেষ্ট।

এখন আসল কথায় আসি। HIV ছড়ানোর জন্য কলা কোন মাধ্যম হতে পারে কি? উত্তর হচ্ছে না। সাধারণত বাতাসের সংস্পর্শে এবং শরীরের বাইরে থাকলে এই ভাইরাস বেশিক্ষণ বাঁচে না। এছাড়াও সামান্য ভাইরাস পেটে গেলে সেখানকার এসিড এদের কার্যকারিতা নষ্ট করে ফেলে। সহজ কথায় কলার মাধ্যমে এই ভাইরাস ছড়ানো যাবে না।

আরেকটি কথা, কলার ভিতর লাল হওয়াকে কোন কোন বিদেশী ওয়েবসাইটে ছত্রাক আক্রান্তের কথা বলা হয়েছে। আবার অনলাইনে কিছু ছবি আছে যেগুলোতে রক্ত ইনজেক্ট করার ছবি দেয়া আছে। তবে গুজবে বিশ্বাসী আমজনতার কথা ভেবে সেই ছবি দেয়া হল না।

যাইহোক, এই কলা নিয়ে এখন আমিও একটা গুজব ছড়াবো!


"এই সেই কারবালায় জন্মানো কলা। ইমাম হোসেন (রাঃ) কে যখন এজিদ বাহিনী শহীদ করে তখন থেকে আজও সেখানকার কলার ভিতর রক্ত রঞ্জিত হচ্ছে"! - কেউ আমিন না বলে যাবেন না। অবশ্য কারবালায় কলা জন্মে কিনা সেটাইতো জানি না। তাছাড়া এখানে আমিন বলবো কেন সেটাও ক্লিয়ার না। :P

এই গুজবের ধারণাটাও আবার সম্পূর্ণ আমার নিজের আবিষ্কার নয়। ধারণাটা পেয়েছি নিচের ছবিটা থেকে।


সত্যতা হচ্ছে, এটি ব্লাড উড ট্রি। গাছটি মূলত দক্ষিণ আফ্রিকার নেটিভ গাছ। আর অস্ট্রেলিয়াসহ বেশকিছু দেশে পাওয়া যায়। কারবালায় হয় কিনা জানা নাই। তবে গাছটির মাহাত্য যে এটা না সেটা জানি। আর এইসব পোলাপান কই থেকে যে এত বুজুর্গ হল?

ছবিটার আসল ব্যাখ্যাও দিলাম। পড়ে নিন আর মুসলিম হলে আমীন বলে যাবেন। :P

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৬

আমি দেলোয়ার বলেছেন: আপনার লেখাটা ভালো লাগলো। আজকাল যেন এই রেডিও অমুক তমুকেরা পেইজ বানিয়ে ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে নিয়েছে। এরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে যে স্বার্থ উদ্ধার করে। এরা তাদের এই অসৎ কাজে ধর্মের নামে মিথ্যা সংবাদ প্রচার করে থাকে।

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য।

২| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩২

মোঃ রবিউল ইসলাম রিপন বলেছেন: সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এক শ্রেণীর অসামাজিক লোক এসব কাজ করে। তার থেকেও বেশী অবাক হই যখন দেখি মানুষ কিছু না বুঝেই আমিন লিখতে লিখতে পাগল হয়ে যায়। ভালো লাগলো লেখা তা পড়ে।

১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:১৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: একটা রোড এক্সিডেন্ট, শিশুসহ ৪-৫ জন মৃত লোককে রাস্তায় শুয়ে রাখছে। এরপর সেখানেও বলছে কেউ আমিন না বলে যাবেন না। আমিনের অর্থ কি আর কেন কোথায় বলতে হবে পোলাপান সেটাও বোঝে না।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৩| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

পুরান লোক নতুন ভাবে বলেছেন: যতো নষ্টের মূল রেডিও মুন্না!! গুজবের উৎপত্তি এইখান থেকেই শুরু হয়!!

৪| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫০

সাহসী সন্তান বলেছেন: কলার থেকে যে HIV ছড়ায়, এইটা যে আবিষ্কার করছে প্রথমেই তো তাকে নোবেল দেওয়া দরকার! এইসব গুজব ছড়িয়ে যে এরা কি মজা পায় আমি সত্যিই বুঝি না! তবে ইসলামের নাম করে এগুলো ছড়াইলে পাব্লিক খায়ও ভাল!

স্কুল জীবনে একটা জিনিস খুব ভাল ভাবে দেখতাম! একটা চিরকুটে কি সব হাবিজাবি স্বপ্নের কথা বা এই ধরনের কথা লিখে বলা হইতো যে, এইগুলা যে ১০, ১৫ বা ২০ জনের কাছে পৌঁছাবে সাত দিনের মধ্যে সে শুভ সংবাদ পাবে! তখন আবার এই গুলারে বিশ্বাসও করতাম। আবার ভয়ও হতো, যদি না ছড়িয়ে দেই তাইলে যদি খারাপ কিছু হয়! আর এখন শুরু হইছে ভার্চুয়ালে প্রচার!

যত্তসব আবুলের আবালিপনা! এইসব দেখলে মেজাজটাই খারাপ হয়ে যায়!
পোস্ট ভাল্লাগছে! শুভ কামনা জানবেন!

১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:২২

সাইফুল১৩৪০৫ বলেছেন: হতে পারে কোন গবেষণায় কলার ভিতর রক্ত ইনজেক্ট করা হয়েছে। অথবা অন্যকোন উদ্দেশে ছড়ানো হয়েছে। এখন পাব্লিক বুঝে নিল এভাবে বিভিন্ন দেশে এইডস ছড়ানো হবে।
স্কুলে সেই পেপার পড়ছিলাম। এমন করে বলত ভয় না পেয়ে উপায় ছিল না। আমার বাবা বলতেন তিনি তার ছোটবেলায় দেখছেন এটা।
ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:০০

প্রথমকথা বলেছেন: ভাই বাচালেন আমিতো কলা খাওয়া ছেড়ে দিয়েছি, আপনার পোষ্ট পড়ে বুঝতে পারলাম, চোখ খুলে দিলেন।।
সুন্দর পোষ্ট।

১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৩০

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ। কলা খাওয়া ছাড়বেন না।
মিডিয়ায় বলা হয় মুরগির মাংসে ক্রোমিয়াম পাওয়া গেছে। খেলে ক্যান্সার হতে পারে। কথা ঠিক ক্রোমিয়াম যদি পাওয়া যায় সেটা সমস্যা করতে পারে। কথা হল কোথাকার মুরগিতে পাওয়া গেছে? হাজারীবাগের ট্যানারী বর্জ্য ব্যবহার করে সেখান থেকে তৈরিকৃত খাদ্যে পালিত কিছু খামারের মুরগিতে। সুতরাং তাদের নিষিদ্ধ করলেই/ ট্যানারী বর্জ্য ব্যবহার না করলেই সমস্যা শেষ।
সবাইতো মুরগির খাদ্য তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার করে না। কিন্তু মিডিয়া যেভাবে উঠে পড়ে লাগছিল যে ব্রয়লার মুরগি খেলেই ক্যান্সার হবে!
খামারীদের পেটে লাথি দেয়ার আগে এসব প্রচারকরা একটু ভেবেও দেখে না।

৬| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:০৯

রানার ব্লগ বলেছেন: B-) ;)

১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনি আমীন বললেন না কেন? :D

৭| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:১৫

দি রিফর্মার বলেছেন: ইসলামের নামে ফেইক সংবাদ পবিবেশন করা দ্রুত বন্ধ করার ব্যবস্থা গ্রহন করতে হবে।অনেকে এসব গুজব বিশ্বাস করা শুরু করেছে। লেখককে ধন্যবাদ।

৮| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:২২

আহলান বলেছেন: এইসব ভুয়ামি এখন চরম ট্রেন্ড!

৯| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:১৫

মাঘের নীল আকাশ বলেছেন: কেউ বলল না...তাই আমিই বইলা দিলাম...আমিন!

১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৩

সাইফুল১৩৪০৫ বলেছেন: Thank you vaia amin bolar jonno. Jara amin boleni tara akhon Dhakar mog bazar flyover ar niche mog beche khasse. :P :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.