নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

বিসিএস নাকি ব্যবসা?

২১ শে জুন, ২০১৬ রাত ৯:৫৮

নাহ্ বেশিকিছু লিখব না। তাছাড়া লেখার পর না জানি আবার কাকে আঘাত করে ফেলি। ফলে আবার কোন বিপদে পড়ি।

এই লেখায় সরাসরি কিছু বইয়ের নাম উল্লেখ করতে পারি। জানিনা ব্লগের নিয়মের বাইরে যায় কিনা।

*বিসিএস পরীক্ষা/চাকুরির পরীক্ষার জন্য মনে হয় বেকারের থেকেও বেশি ফেজবুক গ্রুপ/পেজ আছে। পাশাপাশি আছে ওয়েবসাইট।

*পরামর্শ দাতা আছে তার থেকেও বেশি। সকালে একজন পরামর্শ দিবে এভাবে পড়েন, বিকেলে আরেকজন বলবে সেভাবে পড়েন।

*কেউ আবার বলবে ৩ ঘন্টার বেশি ঘুমাবেন না (যদিও ডাক্তার বলে ৬ ঘন্টার বেশি না ঘুমালে ব্রেন বেশি একটিভ হয় না)!

*বিসিএস আওয়ার গোল: লার্জেস্ট বিসিএস গ্রুপ অফ বাংলাদেশ। এখানে অনেক বিসিএস ক্যাডার আছে। তাই সেই গ্রুপে তারা যা বলবে শিষ্যরা তা মাথা পেতে নিবে।

আমার মতে, এই একটা গ্রুপই যথেষ্ট আপনার মাথা পাগলা করতে। ভাইরে যতক্ষণ এসব গ্রুপে থাকবি ঠিক সেই সময়ের মধ্যে বই খুলে বসে থাকলেই অনেক ভাল করবি।

আরো কয়েকটা গ্রুপ: বিসিএস স্পট লাইট, ব্যাংক জব এক্সপেকটেশন, এনলাইটেন্টবিডি, জাকির'স বিসিএস স্পেশাল ইত্যাদি।

এসব গ্রুপের কিছুকিছু'র আবার নিজস্ব ওয়েবসাইট আছে। ব্যবসাটা এখানেই।

*কোচিং সেন্টার কতগুলো আছে ভেবে দেখুন। আচ্ছা সবাই যদি কোচিং না করতো তবে কি সমস্যা হত? এটাও একটা বিশাল ব্যবসা।

আমার মনে হয়, বিসিএস এর জন্য পড়ার চেয়ে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি/ বিসিএস কোচিং সেন্টার খোলাই অধিকতর লাভ জনক। শুধু সাহস নিয়ে একটা দাঁড় করাতে পারলেই হয়।

*জব সলুশন, প্রফেসর প্রকাশনের বই (যেকোন চাকুরির পরীক্ষা নতুন সিস্টেমে হলেই/নতুন কোন পরীক্ষা পদ্ধতি বের হলেই তাদের বই সাথে সাথে বের হবে। যেমন- এই বইটি পড়লে আরো জানতে পারবেন বইটা বের করে মাইকিং করে বিক্রি করে সে রকম)।, এমপি থ্রি (গানের বই নয় কিন্তু), প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, নলেজ, লাল নীল...., সৌমিত্র শেখরের বই, দিব্যেন্দু দ্বীপের একটা ছোট বই ইংরেজি সাহিত্যের উপর, মানসিক দক্ষতার বই, আট পা দিয়ে জ্ঞান টেনে ধরার বই অক্টোপাস ইত্যাদি।

*এমন আরো অনেক বই পাবেন। নিবন্ধনের জন্য ইত্যাদি ইত্যাদি, ব্যাংক জবের জন্য আরো ইত্যাদি ইত্যাদি, রেলওয়ের জন্য ইত্যাদি ইত্যাদি....

এসব কি ব্যবসা নয়? জ্ঞানার্জন বলে না এসবকে। আচ্ছা বলুনতো পানি পথের প্রথম যুদ্ধের সালটা মনে রেখে কি এমন হবে? যেখানে যুদ্ধের ইতিহাসই জানিনা। আবার কে কোন পিরিয়ডের কবি ছিলেন সেটা আলাদা করে জানার কি দরকার? কবিকে তাঁর সৃষ্টি দিয়েই তো জানতে হবে নাকি?

চাকুরির লোভে যা পড়া হয় সবই আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। তবে আনন্দ কিংবা নিজের মনের স্যাটিসপেকশনের জন্য মূদ্রার নাম, নোবেল প্রাইজ প্রাপ্তদের নাম ইত্যাদি জানতে সমস্যা নেই। না জানলেও সমস্যা নেই। এসব কোন কাজের না।

স্বপ্ন দেখি পরিবর্তনের। এই পরিবর্তন হতেই হবে। পরিবর্তন হতে হবে আপনার আমার চিন্তা-চেতনায়। যদি সবাই বলতো বর্তমানের ব্যবসায়ীক চেতনার পরীক্ষা আমরা দিব না, কেউ কোচিংয়ে ভর্তি হব না। তবেই এই ব্যবসা বন্ধ হত।

পয়েট সাইল্যান্ট....

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৬ রাত ১১:৫৩

সুব্রত দত্ত বলেছেন: ভাই, আপনার কথা একদম ঠিক। কিন্তু কে শোনে কার কথা? এতসব করার পরও পরীক্ষা দিয়ে বের হয়ে শোনা যায় কয়েক হাজার টাকা খরচ করলেই প্রশ্নটা পাওয়া যেত। কখন কখন তো শাহাবাগের মোড়ে নাকি ফটোকপির দোকানেও প্রশ্ন থাকত। এই ধাপের পর ধাপ। ভাইভা। না, পরীক্ষকরা আপনার কাছে সরাসরি টাকা চেয়ে বসবেন না। তারই যদি চাইতেন, তাহলে লাইন-ঘাট ব্যাটা কি করতেন? তারাও তো ৫/৬লাখ খরচ করেছেন। অাসলে কি চমৎকার ব্যবসা চলছে এই বেকারত্ব নিয়ে। মাননীয় অর্থমন্ত্রী অবশ্য খুশিতেই আছেন। যাক, পাগলের প্রলাপ বকে লাভ কি! তবে ঐ সকল গ্রুপ এবং বইগুলো নিছক ব্যবসা ব্যতীত কিছু না। অনেকগুলোই কিনেছিলাম একসময়। এখন কিনিও না, ধরিও না, পড়িও না। আল্লাহ ভরসা। জীবনটা একভাবে চলেই যাবে। বিসিএস ক্যাডার হওয়া লাগবে না। ডিগ্রি বেচে সুন্দরী বৌ হয়তো পাওয়া যাবে, সুন্দর জীবন পাওয়া যাবে না। সৎ ও সুন্দর জীবনের পথে হাঁটতে চেষ্টা করব নিরন্তন। ধন্যবাদ, অাপনার চমৎকার পোস্টের জন্য।

২২ শে জুন, ২০১৬ রাত ১২:৫১

সাইফুল১৩৪০৫ বলেছেন: জীবনটাকে হেল করে ফেলতেছে এসব পড়াশোনা। আপনি দুই নৌকায় নেই তাই অনেক ভালই আছেন।
ধন্যবাদ।

২| ২২ শে জুন, ২০১৬ ভোর ৪:২৩

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমার বিভিন্ন সময়ে শিক্ষার উপর ব্লগিং এর উদ্দেশ হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। যেখানে বর্তমান চাকুরির পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে সম্পূর্ণ অমূলক বলে দেই। হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ জানার দরকার নাই। সেখানে কোচিং সেন্টারেরও দরকার নাই, ফেজবুক গ্রুপেরও দরকার নাই।
এক সময় বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নাকি জব দিত! তখন কি এসব ছাড়া চলেনি? চলেছে। এখনও চলবে। যদি ব্যবসার ধান্দার বাদ যায়।
দয়াকরে কমেন্টস করার আগে পূর্বে প্রকাশিত কিছু লেখাও দেখে নিবেন। অন্যথায় বুঝতে সমস্যা হতে পারে।
একজন ডাক্তার, সে চিকিৎসা পারে কিনা জানা নাই, কিন্তু হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য জানলেই হল!

৩| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:৪৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: পূর্বের পড়ালেখার অনেকগুলো সাবজেক্ট বর্তমানের প্রেক্ষিতে অমূলক। তাই সেসব সাবজেক্ট বিলুপ্ত ঘোষণা করা দরকার। এমন কিছু পোস্ট আমার পূর্বের লেখায় আছে। দরকার কারিগরি শিক্ষা। পোলাপান কাজ শিখবে। তাহলে এক সময় দেখা যাবে তারা চাকরি চাকরি ধান্দা ছেড়ে নিজে নিজে কিছু করার চেষ্টা করবে। তাছাড়াও কারিগরি শিক্ষার অবস্থা বর্তমানে অনেক ভাল। সরকারও বিষয়গুলো আমলে নিয়েছে। টিভিতে বিজ্ঞাপনও দেয়। এখন এটুকু না বুঝেই আমার পোস্টে কমেন্টস করে আমাকেই বলা হয় আমি প্যাচাই। মেজাজটাই খারাপ হল।

৪| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:৫৬

সাইফুল১৩৪০৫ বলেছেন: যে লিঙ্কগুলো দেখতে বলছিলাম:
http://www.somewhereinblog.net/blog/saiful13405/30128258
http://www.somewhereinblog.net/blog/saiful13405/30128759
http://www.somewhereinblog.net/blog/saiful13405/30138500
http://www.somewhereinblog.net/blog/saiful13405/30136260
http://www.somewhereinblog.net/blog/saiful13405/30137372
আরো কিছু আছে। মন চাইলে দেখে নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.